ঢাকা     বৃহস্পতিবার   ২৭ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৪ ১৪৩১

তামিমের জন্য কেকেআরের প্রার্থনা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৬, ২৪ মার্চ ২০২৫   আপডেট: ১৯:০৯, ২৪ মার্চ ২০২৫
তামিমের জন্য কেকেআরের প্রার্থনা

হৃদরোগে আক্রান্ত হয়ে বাংলাদেশের নাম্বার ওয়ান উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল হাসপাতালে ভর্তি আছেন। আজ সোমবার (২৪ মার্চ) সকালে তার দুই দফা হার্ট অ্যাটাক হয়। প্রথম দফায় সামান্য সমস্যা হলেও দ্বিতীয় দফায় ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়।

এরপর তাকে হাসপাতালে ভর্তি করলে হার্টে ব্লক ধরা পড়ে এবং রিং পরানো হয়। বর্তমানে তিনি করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

তামিম ইকবালের হঠাৎ এই হার্ট অ্যাটাকের খবরে বাংলাদেশের ক্রীড়াঙ্গন ও ক্রীড়াপ্রেমিরা আতঙ্কিত হয়ে পড়ে। সবাই তামিমের খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি তার জন্য প্রার্থনা করতে থাকেন।

আরো পড়ুন:

তামিমের খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তার জন্য শুভকামনা ও দোয়া জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহেমদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ দেশের সর্বস্তরের মানুষ।

শুধু তাই নয়, তামিম ইকবালের জন্য প্রার্থনা জানিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তামিমের একটা ছবি পোস্ট করে লিখে, ‘‘Get well soon, Tamim Iqbal ? পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে।’’

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়