ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তিন সেঞ্চুরির ম্যাচে প্রাইম ব্যাংকের জয়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২১, ২৪ মার্চ ২০২৫   আপডেট: ২০:২২, ২৪ মার্চ ২০২৫
তিন সেঞ্চুরির ম্যাচে প্রাইম ব্যাংকের জয়

প্রাইম ব্যাংকের সাব্বির হোসেন ও ইরফান শুক্কুর সেঞ্চুরিতে দলকে এনে দিয়েছিলেন বড় পুঁজি। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের অধিনায়ক ইমরুল কায়েস সেঞ্চুরিতে দিলেন জবাব। সাথে ফিফটিও করলেন সাদমান ইসলাম। কিন্তু বড় রান তাড়া করে জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

তিন সেঞ্চুরির ম্যাচে শেষ হাসিটা হেসেছে প্রাইম ব্যাংক। সাভারের বিকেএসপিতে আগে ব্যাটিং করতে নেমে প্রাইম ব্যাংক ৩ উইকেটে ৩২১ রান করে। জবাবে অগ্রণী ব্যাংক সবকটি উইকেট হারিয়ে ২৮৭ রানের বেশি করতে পারেনি। প্রাইম ব্যাংকের ওপেনার সাব্বির ১২১ বলে ৭ চার ও ৫ ছক্কায় ১০২ রান করেন। অধিনায়ক ইরফান শুক্কুর ৯৪ বলে ৮ চার ও ৪ ছক্কায় করেন ১০৭ রান। এছাড়া ৪৮ রানে অপরাজিত থাকেন শাহাদাত হোসেন। ৩৩ বলে ২ চার ও ৩ ছক্কায় সাজান ইনিংসটি। এছাড়া জাকির হাসান ২৬ ও নাঈম শেখের ব্যাট থেকে আসে ৩২ রান।

আরো পড়ুন:

অগ্রণী ব্যাংক শুরু থেকে জবাব দিচ্ছেল ভালো। ১৬ বলে ৩ বাউন্ডারিতে দ্রুত ২৩ রান করেন প্রীতম। সাদমান ৮২ বলে ৬ চার ও ১ ছক্কায় ৬৮ রান করেন। সাদমান ফিফটির পরপরই সাজঘরে ফিরলেও ইমরুল তুলে নেন সেঞ্চুরি। লিগে এটি তার প্রথম সেঞ্চুরি হলেও এর আগে ৯৪, ৫০, ৬২ ও ৮৬ রানের ইনিংস খেলেছেন। এবার তিন অঙ্কের দেখা পেলেও দলকে জেতাতে পারেননি। ১১৫ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১১৬ রান করেন। বাকিরা এরপর জয়ের কাজটা আর করতে পারেননি।

দুই স্পিনার রিশাদ হোসেন ও আরাফাত সানী ৩টি করে উইকেট নেন। ২ উইকেট পেয়েছেন পেসার হাসান মাহমুদ। প্রাইম ব্যাংকের এটি আট ম্যাচে পঞ্চম জয়। অগ্রণী ব্যাংকের সমান ম্যাচে তৃতীয় হার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়