জন্মদিনে তামিমকে ভাই-বন্ধু ডেকে যে দোয়া চাইলেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার শীতল সম্পর্কের কথা কারো অজানা নয়। একসময় দুজনের মাঝে ভালো বন্ধুত্বের সম্পর্ক থাকলেও সময়ের সাথে তা রূপ নিয়েছে তিক্ততায়। তবে তামিমের এক অসুস্থতাই ভেঙে দিয়েছে সকল অভিমান।
আজ সোমবার (২৪ মার্চ) ছিল সাকিবের জন্মদিন। এমন দিনেই হার্ট অ্যাটাক করে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে চলে গিয়েছিলেন তামিম। চিকিৎসকদের চেষ্টায় শেষ পর্যন্ত বেঁচে ফিরেছেন এই ক্রিকেটার। তামিমের অসুস্থতায় দেশ-বিদেশের তার সতীর্থ এবং বন্ধুরা পোস্টে সহমর্মিতা জানিয়েছেন, সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন।
কিন্তু দিনভর নিশ্চুপ ছিলেন সাকিব আল হাসান। অবশেষে তিনিও ভাঙলেন নীরবতা বাংলাদেশ সময় রাত ১১টার কিছু পরে দেওয়া এক ফেসবুক পোস্টে সাকিব লিখেছেন, 'আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।'
তামিমের সুস্থতা কামনায় তিনি আরো লিখেন, 'তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে।'
সাকিব শেষে যা লিখলেন, সেটা স্পর্শ করে গেছে হৃদয়ের গভীরতা। তামিমকে ভাই সম্বোধন করে সাকিব আরো যোগ করেন, 'তামিমের জন্য আপনার দোয়াই হবে, আমার জন্মদিনের সেরা উপহার । দোয়া করবেন—আমার ভাই তামিম যেন দ্রুত সুস্থ হয়ে আবার মাঠে ফিরতে পারে!'
ঢাকা/রিয়াদ