টি-টেন ক্রিকেটের আনন্দে মাতলেন সাবেক ক্রিকেটাররা

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে প্রতিবছর সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার (২৬ মার্চ) বাংলাদেশ লাল ও বাংলাদেশ সবুজ দল মাঠে নেমেছিল ১০ ওভারের ক্রিকেটে। তাতে মিলনমেলা বসেছিল মিরপুর শের-ই-বাংলায়।
আকরাম খান, হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ রফিক, মেহরাব হোসেন অপির মতো কিংবদন্তি ক্রিকেটাররা মাঠে নেমেছিলেন।
ম্যাচে ২৭ রানে জয় পায় বাংলাদেশ লাল দল। আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ লাল দল ১০ ওভারে ৩ উইকেটে ১১০ রান করে। জবাব দিতে নেমে বাংলাদেশ সবুজ দল ৫ উইকেটে ৮৩ রান করে।
ম্যাচে রান করেছেন লাল দলের ওপেনার মেহরাব হোসেন অপি। ২০ বলে ৩৫ রান করেন তিনি। আরেক ওপেনার হান্নান সরকার ১১ বলে ২৫ রান করেন। এছাড়া ফয়সাল হোসেন ডিকেন্স ১৭ ও আব্দুর রাজ্জাক ১১ রান করেন।
বল হাতে সবুজ দলের হয়ে মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন ও মুশফিক বাবু ১টি করে উইকেট নেন। জবাব দিতে নেমে সবুজ দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন তালহা জুবায়ের। ২৫ রান আসে মোহাম্মদ রফিকের ব্যাট থেকে। শাহরিয়ার নাফিস ৫ ও জাভেদ ওমর ৬ রান করেন। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন মেহরাব হোসেন অপি।
ম্যাচ শেষে বিসিবির পরিচালক নাজমুল আবেদীন, ইফতেখার আহমেদ মিঠু, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও ম্যাচ রেফারি রাকিবুল হাসান পুরস্কার তুলে দেন।
ঢাকা/ইয়াসিন/আমিনুল