টানা চতুর্থবার বিশ্বকাপে ইরান, নিশ্চিত করলো আরও যে ছয় দল

আগামী বছর অর্থাৎ ২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ইরান। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে উজবেকিস্তানের বিপক্ষে ২-২ গোলে ড্র করে তারা টানা চতুর্থবার বিশ্বকাপ খেলার সুযোগ নিশ্চিত করে। সব মিলিয়ে এ নিয়ে সপ্তমবারের মতো ইরান বিশ্বকাপে নাম লেখালো।
এশিয়া অঞ্চলের বাছাইপর্বে ‘এ’ গ্রুপের শীর্ষে রয়েছে ইরান। এখন পর্যন্ত ৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট সংগ্রহ করেছে দলটি। উজবেকিস্তান ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে এবং তারাও বিশ্বকাপে খেলার পথে ভালোভাবেই এগিয়ে রয়েছে।
বিশ্বকাপে জায়গা করে নিতে মাত্র একটি পয়েন্ট প্রয়োজন ছিল ইরানের। এদিন আজাদি স্টেডিয়ামে উজবেকিস্তান শুরুতেই লিড নেয়, ম্যাচের ১৬তম মিনিটে খোজিমত এরকিনভ গোল করেন। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই ইরান সমতা ফেরায়, মেহেদি তারেমির গোলে ৫২ মিনিটে।
উজবেকিস্তান এক মিনিট পরই আবার লিড নেয় আব্বোসবেক ফয়জুল্লায়েভের গোলে। স্কোরলাইন হয় ২-১। তবে ইরান হাল ছাড়েনি। ৮৩ মিনিটে ইন্টার মিলান তারকা তারেমি আবার গোল করে দলকে সমতায় ফেরান এবং এই ড্র-ই ইরানকে বিশ্বকাপ নিশ্চিত করে দেয়।
ইরান ছাড়াও ইতোমধ্যে আরও ছয়টি দেশ জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপে। তার মধ্যে রয়েছে তিন আয়োজক দেশ— যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
আয়োজকের বাইরে বাছাইপর্ব খেলা দলগুলোর মধ্যে সবার আগে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে জাপান। এরপর নিউজিল্যান্ডও নিশ্চিত করে তাদের জায়গা। এছাড়া মঙ্গলবার দিবাগত রাতে উরুগুয়ে ও বলিভিয়ার ম্যাচটি ড্র হলে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাও নিশ্চিত করে ২০২৬ বিশ্বকাপে খেলা।
ঢাকা/আমিনুল