ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ক্লাব বিশ্বকাপ জয়ী সর্বোচ্চ ১২৫ মিলিয়ন ডলার পর্যন্ত পাবে!

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ২৭ মার্চ ২০২৫   আপডেট: ১২:১২, ২৭ মার্চ ২০২৫
ক্লাব বিশ্বকাপ জয়ী সর্বোচ্চ ১২৫ মিলিয়ন ডলার পর্যন্ত পাবে!

আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্রে আনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপ। এটা বেশ পুরোনো খবর। নতুন খবর হচ্ছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা এবার চোখ ধাঁধানো পুরষ্কার ঘোষণা করেছে সেরা দলের জন্য। চ্যাম্পিয়ন দল পাবে সর্বোচ্চ ১২৫ মিলিয়ন ডলার পুরস্কার। বুধবার (২৬ মার্চ) এই ঘোষণা দিয়েছে ফিফা।

জিয়ান্নি ইনফান্তিনো সভাপতি হওয়ার পর, ফিফার সকল আয়োজনে চাকচিক্য নিয়ে এসেছেন। সেই ছোঁয়া লাগতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপেও। মার্কিন মুলুকে আগামী ১৩ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত আয়োজিত হতে যাচ্ছে আসরটি। এবারই প্রথম গ্রীষ্মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্লাব শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট। তাছাড়া আগে কখনো এত লম্বা সময় ধরে অনুষ্ঠিত হয়নি আসরটি। এটি হতে যাচ্ছে ক্লাব বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ৩২ দল নিয়ে আয়োজিত আসর। তাই পুরস্কারের অঙ্কটাও এবার সর্বোচ্চ।

আরো পড়ুন:

ফিফার সভাপতি ইনফান্তিনো বলেন, “বিতরণ (পুরস্কার) পদ্ধতিটি ক্লাব ফুটবলের শীর্ষ পর্যায়কে প্রতিফলিত করে। এই ধরণের টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্থ প্রদান করা হবে। যেখানে চ্যাম্পিয়ন দল সর্বোচ্চ ১২৫ মিলিয়ন ডলার পেতে যাচ্ছে।”
ফিফা কাউন্সিল অনুমোদিত পুরস্কার বিতরণ পদ্ধতিটি মূলত দুইটি স্তম্ভের উপর ভিত্তি করে তৈরি। এতে ৪৭৫ মিলিয়ন ডলার বরাদ্দ থাকবে দলগুলোর পারফরম্যান্সের ওপর, আর ৫২৫ মিলিয়ন ডলার অংশগ্রহণ ফি হিসেবে প্রদান করা হবে। অংশগ্রহণ ফিগুলো ক্রীড়াগত ও বাণিজ্যিক মানদণ্ডের ভিত্তিতে নির্ধারিত হবে। এছাড়া, বিশ্বজুড়ে ক্লাব ফুটবলের উন্নয়নে একটি গ্লোবাল সলিডারিটি প্রোগ্রামের অধীনে ২৫০ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।

অংশগ্রহণ ফি অনুযায়ী বরাদ্দ: 
ইউরোপের (উয়েফা) ক্লাবগুলো পাবে ১২.৮১ মিলিয়ন থেকে ৩৮.১৯ মিলিয়ন ডলার। দক্ষিণ আমেরিকার (কনমেবল) দলগুলো পাবে প্রায় ১৫.২১ মিলিয়ন ডলার। উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের (কনকাকাফ), এশিয়া (এএফসি) এবং আফ্রিকার (সিএএফ) দলগুলো পাবে ৯.৫৫ মিলিয়ন ডলার। ওশেনিয়ার ক্লাবগুলো পাবে ৩.৫৮ মিলিয়ন ডলার।

পারফরম্যান্সের ভিত্তিতে পুরস্কার: 
গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য পাবে ২ মিলিয়ন ডলার এবং ড্রর জন্য মিলবে ১ মিলিয়ন ডলার। শেষ ষোলতে পৌঁছালে ৭.৫ মিলিয়ন ডলার। কোয়ার্টার ফাইনালে পা দিলেই ১৩.১২৫ মিলিয়ন ডলার পাবে। শেষ চারে খেলতে পারলে ২১ মিলিয়ন ডলার। রানার্স-আপ দল পাবে ৩০ মিলিয়ন ডলার এবং চ্যাম্পিয়ন দল পাবে ৪০ মিলিয়ন ডলার।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়