পিএসএলে যাচ্ছেন লিটন-রিশাদ-নাহিদ

ঈদের ছুটির আনন্দ দ্বিগুন হতে যাচ্ছে বাংলাদেশের তিন ক্রিকেটার লিটন কুমার দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানার। ঈদের পর শুরু হবে পাকিস্তান সুপার লিগের খেলা। বাংলাদেশের এই তিন ক্রিকেটার এবার পিএসএলে দল পেয়েছেন। তাদের খেলতে অনুমতি দেওয়া হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল। তবে বিসিবি তিনজনকেই খেলতে অনাপত্তিপত্র দিয়েছে।
লিটন ও রিশাদ পুরো আসরের জন্য অনাপত্তিপত্র পেয়েছেন। নাহিদ পেয়েছেন আসরের কিছু সময়ের জন্য। তাকে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলতে হবে।
আগামী ১১ এপ্রিল শুরু হবে পিএসএলের দশম আসর। এই টুর্নামেন্টে পেশাওয়ার জালমিতে সুযোগ পেয়েছেন নাহিদ। প্লেয়ার্স ড্রাফটে গোল্ড বিভাগ থেকে নিজেদের প্রথম ডাকেই তাকে দলে নেয় জালমি। নাহিদ ছাড়াও পিএসএলে দল পেয়েছেন লিটন (করাচি কিংস) ও রিশাদ (লাহোর কালান্দার্স)।
তাদের অংশগ্রহণে বড় বাঁধা হয়ে ছিল আন্তর্জাতিক সিরিজ। দুই টেস্টের সিরিজ খেলতে আগামী ১৫ এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সিলেটে ২০ ও চট্টগ্রামে ২৮ তারিখ অনুষ্ঠিত হবে টেস্ট দুটি। লিটন ও রিশাদকে টেস্ট সিরিজে না রাখার চিন্তা করেছে টিম ম্যানেজমেন্ট। নাহিদকে খেলানো হবে প্রথম টেস্ট। এরপর তাকে পিএসএলে যেতে অনুমতি দেয়া হবে।
ছয় দলের পিএসএল চারটি ভেন্যুতে আয়োজন করা হবে। মোট ম্যাচ হবে ৩৪টি। খেলা হবে ৩৮ দিন। বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের শিরোপাজয়ী লাহোর কালান্দার্সের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে রাওয়ালপিণ্ডিতে।
ফাইনাল ম্যাচ হবে ১৮ মে লাহোরে। ফাইনালসহ সর্বোচ্চ ১৩টি ম্যাচ হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। রাওয়ালপিন্ডিতে হবে ১১ ম্যাচ। এছাড়া মুলতান ও করাচিতে হবে ৫টি করে ম্যাচ।
এর আগে পিএসএলে বাংলাদেশের অনেক ক্রিকেটারই অংশগ্রহণ করেছেন। সাকিব আল হাসান তাদের মধ্যে ছিলেন নিয়মিত। এবার তিনি অবশ্য দল পাননি। এছাড়া তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয় পিএসএল খেলেছেন।
ঢাকা/ইয়াসিন/নাভিদ