ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

ঈদের ছুটিতে ক্রিকেটাঙ্গন

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৭, ২৭ মার্চ ২০২৫   আপডেট: ২১:৫৪, ২৭ মার্চ ২০২৫
ঈদের ছুটিতে ক্রিকেটাঙ্গন

ঢাকা প্রিমিয়ার লিগ খেলায় ব‌্যস্ত ছিলেন ১২ ক্লাবের পুরুষ ক্রিকেটাররা। নারী ক্রিকেটাররা ব‌্যস্ত বিশ্বকাপ কোয়ালিফায়ারের প্রস্তুতি নিতে। সামনেই ঈদ। পুরো দেশ থাকবে ঈদের আনন্দে।

পুরুষ ক্রিকেটাররা এরই মধ‌্যে ছুটি কাটাতে যে যার যার মতো করে প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই চলে গেছেন আপন ঠিকানায়। তবে নারী ক্রিকেটারদের আনন্দটা শুরু হবে শনিবার থেকে। বিশ্বকাপ কোয়ালিফাইং খেলতে ৩ এপ্রিল পাকিস্তানের উদ্দেশ‌্যে রওনা হবেন তারা। শনিবার পর্যন্ত চলবে তাদের অনুশীলন। এরপর তিনদিনের ছুটি পাচ্ছেন তারা। ২ এপ্রিল তাদেরকে রিপোর্ট করতে বলা হয়েছে।

এছাড়া যুব দলের ক্রিকেটাররাও ছুটি পেয়েছেন। ছয় ওয়ানডে খেলতে এপ্রিলে অনূর্ধ্ব-১৯ দল যাবে শ্রীলঙ্কায়। তাদের ক‌্যাম্প চলছিল রাজশাহী এবং বগুড়াতে। ঈদের ছুটিতে ক‌্যাম্প বন্ধ করা হয়েছে। এক সপ্তাহ ছুটি কাটিয়ে আবার ক্যাম্পে ফিরবেন যুবারা।

আরো পড়ুন:

পুরুষ দলের ক্রিকেটারদের ঈদের পর ছুটি অবশ‌্য লম্বা হচ্ছে না। ঢাকা প্রিমিয়ার লিগের নবম রাউন্ডের খেলা শুরু হবে ৬ এপ্রিল। ১৩ এপ্রিলের ভেতরেই শেষ হবে ১১তম রাউন্ডের খেলা। এরপর শুরু হবে সুপার লিগ।

এরপর জাতীয় দলের ক্রিকেটাররা ব‌্যস্ত হয়ে যাবেন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি নিতে। আগামী ১৫ এপ্রিল দুই ম্যাচের টেস্ট সিরিজটি খেলতে বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। সিরিজের প্রথম ম্যাচটি ২০ এপ্রিল থেকে হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৮ এপ্রিল থেকে ২ মে দ্বিতীয় ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

পাকিস্তানের লাহোরে ৫-১৯ এপ্রিল হবে নারী বিশ্বকাপ বাছাইপর্ব। ৪ এপ্রিল বাংলাদেশ দল পৌঁছাবে করাচিতে। ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড ও থাইল্যান্ডের মেয়েদের সঙ্গে লড়তে হবে নিগার সুলতানাদের। এর মধ্যে দুই ফাইনালিস্ট দল জায়গা পাবে বিশ্বকাপে। চলতি বছরের অক্টোবরে ভারতে হবে ৮ দলের ওয়ানডে বিশ্বকাপ।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়