ঢাকা     সোমবার   ৩১ মার্চ ২০২৫ ||  চৈত্র ১৮ ১৪৩১

এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ২৭ মার্চ ২০২৫  
এশিয়ান কাপ বাছাইপর্বের ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ

মেয়েদের এশিয়ান কাপ বাছাইপর্বের ড্র আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে বাংলাদেশ পড়েছে ‘সি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।

এই গ্রুপে তুলনামূলকভাবে দুর্বল দল তুর্কমেনিস্তান। তবে মিয়ানমার ও বাহরাইন শক্তিশালী প্রতিপক্ষ। ফলে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ অপেক্ষা করছে।

এবারের এশিয়ান কাপ বাছাইপর্বে মোট ৩৪টি দেশ অংশ নিচ্ছে। দেশগুলোকে মোট ৮টি গ্রুপে ভাগ করা হয়েছে। ৬টি গ্রুপে রয়েছে ৪টি করে দল। আর বাকি দুটি গ্রুপে রয়েছে ৫টি দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দল মূলপর্বে জায়গা পাবে। তবে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপান সরাসরি চূড়ান্ত পর্বে খেলবে।

আরো পড়ুন:

বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিয়ানমারে আগামী ২৩ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে। মূলপর্ব অনুষ্ঠিত হবে ২০২৬ সালে অস্ট্রেলিয়ায়।

বাংলাদেশ দলের সামনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবে তারা সেরাটা দিতে প্রস্তুত। এখন দেখার পালা দল কতটা ভালোভাবে নিজেদের প্রস্তুত করতে পারে!

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়