ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাদ পড়া থেকে সেরা বোলার শার্দুল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ২৮ মার্চ ২০২৫   আপডেট: ১৮:০৬, ২৮ মার্চ ২০২৫
বাদ পড়া থেকে সেরা বোলার শার্দুল

আইপিএল-২০২৫ এর মেগা নিলামে অবিক্রিত ছিলেন ভারতীয় পেস বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর। মেন্টর জহির খানের ইচ্ছাতেই তাকে ওয়াইল্ড কার্ডে দলে টানে লক্ষ্ণৌ সুপারজায়ন্টস। বাদ পড়া থেকে দলে সুযোগ পেয়ে প্রথম দুই ম্যাচেই করলেন অসাধারণ বোলিং। আইপিলের সর্বোচ্চ উইকেট শিকারির পার্পল ক্যাপ ইতিমধ্যেই নিজের করে নিয়েছেন শার্দুল। তাকে নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে প্রশংসার বন্যা।

শার্দুল সর্বশেষ চোখ ধাঁধানো পারফরম্যান্স করেছে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। ৩৪ রান খরচ করে নিয়েছেন উইকেট। হয়েছিলেন ম্যাচসেরাও। পুরস্কার নিতে এসে শার্দুল বলেন, ‘‘আমি আমার পরিকল্পনা তৈরি করেছিলাম। আইপিএলে সুযোগ না পেলে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলারও পরিকল্পনা ছিল। রঞ্জি ট্রফি খেলার সময় জহির খান আমাকে ফোন করেছিলেন এবং তিনি আমাকে বলেছিলেন যে সম্ভাব্য বিকল্প হিসেবে তোমাকে ডাকা হতে পারে, তাই নিজেকে একদম ছিটকে যাওয়া মনে করো না। যদি বিকল্প হিসেবে ডাকা হয়, তাহলে তোমার খেলার সম্ভাবনা আছে।’’

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘‘অতীতে যা দেখেছি, হেড ও অভিষেক ঝুঁকি নিতে ভালোবাসে। তাই আমিও ভেবেছি আমিও ঝুঁকি নেব। নতুন বল এমন একটা জিনিস যেখানে সুইং থাকলে উইকেট নেওয়া যায় এবং আজ রাতে আমি সেই সুযোগগুলো নিয়েছি।’’

ঢাকা/নাভিদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়