এমবাপ্পের জোড়া গোলে বার্সাকে ছুঁলো রিয়াল

স্প্যানিশ লা লিগায় শনিবার (২৯ মার্চ) দিবাগত রাতে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্স ও জোড়া গোলে তারা ঘরের মাঠে লেগানেসকে হারিয়েছে ৩-২ গোলে। আর এই জয়ে লা লিগার পয়েন্ট টেবিলে বর্তমান চ্যাম্পিয়নরা দ্বিতীয় স্থান ধরে রেখেছে। পাশাপাশি তারা শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্টও ছুঁয়ে ফেলেছে।
এদিন ম্যাচের শুরু থেকেই রিয়াল আধিপত্য বিস্তার করে খেলতে থাকে। ৩২ মিনিটে আরদা গুলারকে বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় তারা। আর পেনাল্টি থেকে এমবাপ্পে গোল করে এগিয়ে নেন দলকে।
তবে লেগানেস দ্রুতই সমতা ফেরায়। মাত্র এক মিনিট পর দিয়েগো গার্সিয়া ফাঁকা জায়গা থেকে বল জালে জড়িয়ে দেন। এরপর ৪১ মিনিটে অস্কার রদ্রিগেজের বাড়িয়ে দেওয়া বল পেয়ে দানি রাবা গোল করে লেগানেসকে এগিয়ে নেন ১-২ ব্যবধানে।
অবশ্য বিরতি থেকে ফিরেই রিয়াল মাদ্রিদ সমতা ফেরায়। ৪৭ মিনিটে মিডফিল্ডার জুদ বেলিংহাম ক্রসবারে লেগে ফিরে আসা বলে দুর্দান্ত শট নিয়ে গোল করেন। এরপর ৭৬ মিনিটে এমবাপ্পে ফ্রি কিক থেকে চমৎকার একটি গোল করে রিয়ালকে জয় এনে দেন ৩-২ ব্যবধানে।
এই জয়ে ২৯ ম্যাচ থেকে ৬৩ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে রিয়াল। ২৮ ম্যাচ থেকে সমান ৬৩ পয়েন্ট নিয়ে যথারীতি বার্সেলোনা আছে শীর্ষে। আজ রোববার রাতে ২৯তম ম্যাচে জিরোনার মুখোমুখি হবে তারা। এদিকে লেগানেস ২৯ ম্যাচ থেকে ২৭ পয়েন্ট নিয়ে ১৮তম অবস্থানে থেকে রয়েছে অবনমনের শঙ্কায়।
ঢাকা/আমিনুল