ঢাকা     বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২০ ১৪৩১

হালান্ড-মারমুশে ম্যানসিটি সেমিফাইনালে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ৩১ মার্চ ২০২৫   আপডেট: ১০:৪৮, ৩১ মার্চ ২০২৫
হালান্ড-মারমুশে ম্যানসিটি সেমিফাইনালে

এফএ কাপের কোয়ার্টার ফাইনালে রোববার রাতে (৩০ মার্চ) বোর্নমাউথের মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। শুরুতে পিছিয়ে পড়েও ওমর মারমুশের গোলে ২-১ ব্যবধানের জয়ে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করেছে ম্যানসিটি। অপর গোলটি করেন আরলিং হালান্ড। যদিও তিনি শুরুতে পেনাল্টি মিস করেছিলেন। 

এদিন ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল ম্যানসিটি। এ সময় পেনাল্টি পেয়েছিল তারা। কিন্তু স্ট্রাইকার হালান্ডের নেওয়া শট বামদিকে ঝাপিয়ে পড়ে রুখে দেন বোর্নমাউথের গোলরক্ষক কেপা আরিজাবালাগা। এরপর ২১ মিনিটে বোর্নমাউথের স্ট্রাইকার এভানিলসন গোলপোস্টের কাছ থেকে বল জালে পাঠিয়ে স্বাগতিকদের এগিয়ে নেন। তাতে ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় স্কাই ব্লুজরা।

বিরতির পর কোচ পেপ গার্দিওলা ২০ বছর বয়সী নিকো ও’রেইলিকে মাঠে নামান। মাঠে নেমেই তিনি গোলের সুযোগ তৈরি করে দেন। ৪৯ মিনিটে তার বাড়ানো বল থেকে হালান্ড জোরালো শটে গোল করে সমতা ফেরান।

এর কিছুক্ষণ পর হালান্ড গোড়ালির চোটে পড়ে মাঠ ছাড়েন। তার বদলি হিসেবে নামানো হয় মারমুশকে। যিনি মাঠে নামার মাত্র দুই মিনিটের মধ্যেই গোল করে সিটিকে সেমিফাইনালের টিকিট পাইয়ে দেন।

সেমিফাইনালে ম্যানসিটি পেয়েছে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ নটিংহ্যাম ফরেস্টকে। যাদের বিপক্ষে আগামী ২৬ এপ্রিল ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে তারা।

এদিকে অপর কোয়ার্টার ফাইনালে প্রেস্টন নর্থ ইন্ডকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে অ্যাস্টন ভিলাও। তারা ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের।

ঢাকা/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়