হারের পর পাকিস্তান দলের জরিমানা

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে হার মানে পাকিস্তান। এবার ওই ম্যাচে স্লো ওভার রেটের কারণে পাকিস্তান দলকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
আইসিসির নিয়ম অনুযায়ী, প্রতিটি দলকে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ওভার শেষ করতে হয়। তবে পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করায় এই শাস্তি দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের পর প্রতি ওভার দেরি হলে ৫ শতাংশ হারে জরিমানা করা হয়। সেই হিসাবে পাকিস্তানের মোট জরিমানা দাঁড়িয়েছে ১০ শতাংশ।
এদিকে, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান মার্ক চ্যাপম্যান দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে ব্ল্যাক ক্যাপস স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন টিম সেইফার্ট।
প্রথম ওয়ানডেতে নেপিয়ারের ম্যাকলিন পার্কে পাকিস্তানের বোলারদের চাপে ফেলেছিলেন চ্যাপম্যান। ক্যারিয়ারসেরা ১৩২ রান করে দলকে শক্ত অবস্থানে নিয়ে যান তিনি।
বাঁহাতি এই ব্যাটসম্যান অসাধারণ ব্যাটিং দক্ষতা দেখিয়ে পাকিস্তানি বোলারদের বিপক্ষে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। তার দৃঢ় ব্যাটিং দলের অন্যদেরও আক্রমণাত্মক মেজাজে খেলতে সাহায্য করে। বিশেষ করে, অভিষিক্ত মোহাম্মদ আব্বাস দ্রুততম হাফসেঞ্চুরি করে পাকিস্তানি বোলারদের আরও চাপে ফেলে দেন।
আগামীকাল বুধবার সেডন পার্ক হ্যামিল্টনে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউ জিল্যান্ড।
ঢাকা/আমিনুল