ঢাকা     শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২১ ১৪৩১

এক ম্যাচ আগেই সিরিজ হারল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৭, ২ এপ্রিল ২০২৫   আপডেট: ১৮:২৭, ২ এপ্রিল ২০২৫
এক ম্যাচ আগেই সিরিজ হারল পাকিস্তান

নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ এক ম্যাচ আগেই হাতছাড়া করেছে পাকিস্তান। আজ বুধবার (০২ এপ্রিল) অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে তারা হার মেনেছে ৮৪ রানে। হ্যামিল্টনে নিউ জিল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৯২ রান সংগ্রহ করে। জবাব দিতে নেমে ৪১.২ ওভারে ২০৮ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

ব্যাট হাতে পাকিস্তানের টপ অর্ডার ছিল ব্যর্থ। আব্দুল্লাহ শফিক ১, ইমাম-উল-হক ৩, বাবর আজম ১, মোহাম্মদ রিজওয়ান ৫ ও সালমান আগা ৯ রান করে আউট হন।

অলরাউন্ডার ফাহিম আশরাফ ৮০ বলে ৬টি চার ও ৩ ছক্কায় ৭৩ ও পেসার নাসিম শাহ ৪৪ বলে ৪টি চার ও ৪ ছক্কায় ৫১ রানের ইনিংস খেলে পরাজয়ের ব্যবধান কমান। এই ম্যাচে নাসিম তার ২৭ ম্যাচের ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পান। এর আগে তার সর্বোচ্চ ইনিংস ছিল ৪০ রানে। এই দুইজনের বাইরে তৈয়ব তাহির ১৩ ও সুফিয়ান মুকিম অপরাজিত ১৩ রান করেন।

আরো পড়ুন:

বল হাতে ফাইফার নেন নিউ জিল্যান্ডের বেন সিয়ার্স। তিনি ৯.২ ওভার বল করে ৫৯ রান দিয়ে ৫টি উইকেট নেন। জ্যাকব ডাফি ৮ ওভারে ১ মেডেনসহ ৩৫ রান দিয়ে নেন ৩টি উইকেট। ১টি করে উইকেট নেন উইল ও’রুর্কে ও নাথান স্মিথ।

তার আগে নিউ জিল্যান্ডের ইনিংসে মিচেল হেই ৭৮ বলে ৭টি চার ও ৭ ছক্কায় অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলেন। ক্যারিয়ারের ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। এছাড়া মুহাম্মদ আব্বাস ৪১, নিক কেলি ৩১, হেনরি নিকোলস ২২ রানের ইনিংস খেলেন। তাতে নিউ জিল্যান্ডের রান ২৯২ পর্যন্ত যায়।

বল হাতে পাকিস্তানের মুকিম ১০ ওভারে ১ মেডেনসহ ৩৩ রান দিয়ে ২টি উইকেট নেন। মোহাম্মদ ওয়াসিম ১০ ওভারে ৭৮ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট শিকার করেন ফাহিম আশরাফ, আকিফ জাভেদ ও হারিস রউফ।

অপরাজিত ৯৯ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন মিচেল হেই।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়