ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

বিশ্বকাপ বাছাইয়ের বিমানে বাংলাদেশ নারী দল

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩২, ৩ এপ্রিল ২০২৫   আপডেট: ২০:৩৭, ৩ এপ্রিল ২০২৫
বিশ্বকাপ বাছাইয়ের বিমানে বাংলাদেশ নারী দল

আইসিসি নারী ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের বাছাই খেলতে পাকিস্তানের বিমান ধরেছে বাংলাদেশ ক্রিকেট দল। ৬ দলের লড়াই থেকে মাত্র দুটি দল ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের টিকিট পাবে।

বৃহস্পতিবার (০৩ এপ্রিল) পাকিস্তানের বিমান ধরে নিগার সুলতানা জ্যোতির দল। ৯ এপ্রিল স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের যাত্রা। বাকি চার প্রতিপক্ষ হলো পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, থাইল্যান্ড ও আয়ারল্যান্ড।

বাংলাদেশ কোচ সরওয়ার ইমরান চোখ রাখছেন জয়ে, “পাকিস্তানে পাঁচটা ম্যাচই আমরা ওয়ান বাই ওয়ান জিততে চাই। সেখানে আমাদের সঙ্গে দুইটা শক্তিশালী দলের খেলা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান বাদে বাকি দলগুলোকেও আমরা ছোট করে দেখছি না, তবে তাদের বিপক্ষে জিতে কোয়ালিফাই করতে চাই।’’

আরো পড়ুন:

সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিগার সুলতানা জ্যোতিদের সামনে সুযোগ ছিল তাদের হারিয়ে সরাসরির ভারতের টিকিট কাটা। কিন্তু সেবার ব্যর্থ হয় নারী দল। এবার দ্বিতীয় সুযোগ পেয়েছেন বাংলার মেয়েরা।

ঢাকা লিগ চলাকালীন মিরপুরে ক্যাম্প শুরু হয়েছিল মেয়েদের। ঈদেও ক্যাম্পে কাটিয়েছেন তারা। নিজেদের অনুশীলন নিয়েও সন্তুষ্ট বাংলাদেশ কোচ।

“ব্যাটিং উইকেটে কিভাবে বোলিং করতে হবে, বোলিং উইকেটে কিভাবে ব্যাটিং করতে হবে এসব। স্ট্রাইক রেট কিভাবে কী করতে হবে সবকিছুই আমরা অনুশীলন করেছি। এখানে ২৫০ রান প্লাস উইকেট হবে। আমি আশা রাখি আমাদের ব্যাটাররা এটা করতে সক্ষম হবে।”

পাঁচ দলের মধ্যে পাকিস্তান-উইন্ডিজ যথেষ্ট শক্তিশালী। অন্য তিন দল বাংলাদেশ অপেক্ষা দূর্বল। এই তিন দলের সঙ্গে পাকিস্তান-উইন্ডিজের কোনো এক দলকে হারাতে পারলেও বাংলাদেশের সম্ভাবনা বেড়ে যাবে।

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়