ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

কোপা ডেল রের ফাইনালে আরও এক ‘এল ক্লাসিকো’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৮, ৩ এপ্রিল ২০২৫  
কোপা ডেল রের ফাইনালে আরও এক ‘এল ক্লাসিকো’

স্প্যানিশ কোপা ডেল রের সেমিফাইনাল ফিরতি লেগে মঙ্গলবার (০২ এপ্রিল) দিবাগত রাতে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদ। প্রথম লেগ হাড্ডাহাড্ডি লড়াইয়ে ৪-৪ গোলে ড্র হয়েছিল। ফিরতি লেগ অ্যাটলেটিকোর মাঠে হলেও বার্সাকে পেছনে ফেলতে পারেনি তারা। উল্টো ঘরের মাঠে তারা বার্সেলোনার কাছে ১-০ গোলে হেরে গেছে। ম্যাচের ২৭ মিনিটে জয়সূচক একমাত্র গোলটি করেন বার্সেলোনার ফেরান তোরেস।

এই জয়ে দুই লেগ মিলিয়ে বার্সেলোনা ৫-৪ ব্যবধানে অ্যাটলেটিকো মাদ্রিদকে হারিয়ে কোপা ডেল রের ফাইনালে উঠেছে।

এ নিয়ে ৪২তম বারের মতো ফাইনালে উঠলো বার্সা। সবশেষ তারা ২০২০-২০২১ মৌসুমে কোপা ডেল রের ফাইনালে উঠেছিল এবং শিরোপা জিতেছিল। চার বছর পর তারা আবারও ফাইনালে নাম লেখালো। এবং ফাইনালে তারা পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে। আগামী ২৬ মার্চ ফাইনালে মুখোমুখি হবে দল দুটি। অর্থাৎ ফুটবলপ্রেমীরা আরও একটি এল ক্লাসিকো দেখার সুযোগ পাবেন।

আরো পড়ুন:

এর আগের দিন রিয়াল মাদ্রিদ অতিরিক্ত সময়ে গিয়ে রিয়াল সোসিয়েদাদের সঙ্গে ৪-৪ গোলে ড্র করে এবং দুই লেগ মিলিয়ে ৫-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে ফাইনালে নাম লেখায়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়