ঢাকা     রোববার   ১৩ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ৩০ ১৪৩১

পাকিস্তান বধের অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগাতে চান রানা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৪, ৪ এপ্রিল ২০২৫   আপডেট: ২১:১৭, ৪ এপ্রিল ২০২৫
পাকিস্তান বধের অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগাতে চান রানা

গতির ঝড় তুলে বিশ্ব ক্রিকেটে জায়গা করে নিয়েছেন ক্যারিয়ারের শুরুতেই। লাল-সবুজের জার্সিতে দারুণ খেলার পুরস্কার হিসেবে জায়গা করে নিয়েছেন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে।

পেশাওয়ার জালমির হয়ে এবারের আসরে মাতাবেন রানা। ২৬ এপ্রিল থেকে পিএসএলে খেলার অনাপত্তিপত্র পেয়েছেন এই পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট খেলে উড়াল দেবেন চাপাই এক্সপ্রেস।

উচ্ছ্বসিত রানা পাকিস্তানে নিজের সেরাটা উজাড় করে দিতে চান। নিজের মাত্র তৃতীয় টেস্টেই রাওয়ালপিন্ডিতে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন পাঁচ উইকেট। পাকিস্তানকে ধবলধোলাই করা এই সিরিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান রানা।

আরো পড়ুন:

“আমার জন্য পিএসএলের প্রতিটা ম্যাচই গুরুত্বপূর্ণ। পাকিস্তানকে হারানো টেস্ট সিরিজের অভিজ্ঞতা পিএসএলে কাজে লাগানোর চেষ্টার করবো।”

টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশ দলের জার্সিতে খেলেছেন রানা। তবে এখন পর্যন্ত ডাক পাননি টি-টোয়েন্টি দলে। বিপিএলে দুই দলের হয়ে দুই আসরে ১৭ ম্যাচ খেলেছেন। উইকেট নিয়েছেন ১৪টি। সর্বসাকুল্যে ১৭ টি-টোয়েন্টি খেলা এই পেসার এবার খেলবেন বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগে।

রানা জানান কোন ভুল করে থাকলে সেটা শেখার চেষ্টা করবেন। আর সেটা বাংলাদেশের হয়ে কাজে লাগাতে চান এই গতি তারকা, “কোনো ভুল করে থাকলে সেটা আমি শেখার চেষ্টা করবো এবং এই অভিজ্ঞতা বাংলাদেশে ফিরলে কাজে লাগাবো।”

ঢাকা/রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়