ঢাকা     বুধবার   ০৯ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৭ ১৪৩১

রোনালদোর জোড়া গোলে হিলালের বিপক্ষে জয়খরা কাটাল নাসর

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৮, ৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:২৪, ৭ এপ্রিল ২০২৫
রোনালদোর জোড়া গোলে হিলালের বিপক্ষে জয়খরা কাটাল নাসর

রইল বাকি ৬৯! এটা একটা গোলের মাইলফলকের কাউন্টডাউন। পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ‘ক্যারিয়ার ১০০০’ গোল পূর্ণ হতে আর মাত্র এই কটা গোল বাকি! শুক্রবার (৪ এপ্রিল) রাতে সৌদি প্রো লিগে, আল হিলালের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় আল নাসর। ম্যাচে জোড়া গোল করেন সিআর৭। এই দুই গোলেরে ফলে ৫ বারের ব্যালন ডি-অর জয়ীর ক্যারিয়ার গোল সংখ্যা দাঁড়াল ‘৯৩১’।

রোনালদো সৌদি প্রো লিগে যোগ দেওয়ার পর থেকেই, আল হিলালের বিপক্ষে জয়হীন ছিল আল নাসর। ২০২১ সালের ডিসেম্বরের পর থেকেই নগরপ্রতিদ্বন্দ্বীদের হারাতে পারেনি রোনালদো-সাদিও মানেরা। সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে সবশেষ ১০ ম্যাচে আল নাসরের বিপক্ষে অপরাজিত ছিল আল হিলাল। অবশেষে গতরাতে সেই গেরো খুলল স্তেফানো পিওলির দল।

আরো পড়ুন:

আল হিলালেরে মাঠ কিংডম অ্যারেনায় এগিয়ে থেকেই বিরতিতে যায় আল নাসর। প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে মার্সেলো ব্রজোভিচের অ্যাসিস্ট থেকে অতিথিদের এগিয়ে দেন আলী আলআহসান। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর দুই মিনিটের মাথায় মানের অ্যাসিস্ট থেকে অসাধারণ এক গোল করেন রোনালদো। ম্যাচের ৫২ মিনিটে অবশ্য আল হিলালের আলী আলবুলায়হি এক গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিলেন। তবে ৮৮ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে স্বাগতিকদের ম্যাচ বাঁচানোর আশাতে পানি ঢেলে দেন রোনালদো।

ক্লাব ও জাতীয় দল মিলিয়ে রোনালদো এখন পর্যন্ত খেলেছেন ১২৭২ ম্যাচ। আর পর্তুগিজ তারকার গোলসংখ্যা ৯৩১টি। ‘ক্যারিয়ার ১০০০’ গোলের মাইলফলক স্পর্শ করতে এই মহাতারকাকে আরো ৬৯ গোল করতে হবে। ৪০ বছর বয়সী রোনালদো কি আদৌ হাজার গোলের মাইলফলক ছুঁতে পারবেন?

ম্যাচ শেষে এই ব্যাপারটা একটু ভিন্নভাবে উপস্থাপন করলেন উপস্থাপক। “আপনি ক্যারিয়ারে ৯৩১ গোল করেছেন, ব্যাপারটা কি জানতেন?” উত্তরে রোনালদো জানালেন, “মুহুর্তটা উপভোগ করছি, এই বর্তমানটা। আমি ‘১০০০’ গোলের লক্ষ্য তাড়া করছি না। এটা একটা দারুণ ম্যাচ ছিল। এই কারণে বলছি না যে, আমি গোল করেছি। ডার্বি জেতাটা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দিয়েছিলেন রোনালদো। এরপর ক্লাবটির হয়ে এখন পর্যন্ত ১০৪ ম্যাচে ৯৪ গোল পেয়েছেন পর্তুগীজ মহাতারকা, করিয়েছেন আরো ১৯টি গোল। ম্যাচপ্রতি  তার গোল গড় ০.৯০। চলতি মৌসুমে তার গোল গোলসংখ্যা ৩৪ ম্যাচে ৩০, গড় ০.৮৮। অন্যদিকে গত মৌসুমে গোল গড় ছিল ম্যাচপ্রতি ০.৯৮ করে।

রোনালদো যদি ০.৯০ গড়ে গোল পেতে থাকেন, তাহলে সামনের ৭৯ ম্যাচের মাঝেই হাজারতম গোল স্পর্শ করে ফেলবেন রোনালদো। এখন থেকে হিসেব করলে কম পক্ষে আরও দেড় থেকে পৌনে দুই মৌসুম সময় লাগবে এই পর্তুগিজ তারকার।

ঢাকা/নাভিদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়