ঢাকা     বুধবার   ০৯ এপ্রিল ২০২৫ ||  চৈত্র ২৭ ১৪৩১

পাকিস্তানকে ধবলধোলাই করল ব্ল্যাক ক্যাপসরা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩২, ৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:২৩, ৭ এপ্রিল ২০২৫
পাকিস্তানকে ধবলধোলাই করল ব্ল্যাক ক্যাপসরা

রান তাড়া করতে নেমে আবদুল্লাহ শফিক ও বাবর আজম দারুণ সূচনা এনে দিয়েছিলেন পাকিস্তানকে। তবে বাকি ব্যাটসম্যানরা সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারলেন না। আরো একবার নিজেদের ‘অঅনুমেয়’ প্রমাণ করল পাকিস্তান। তারা নিউ জিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে ব্যর্থ হলো, হঠাৎই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ব্যাটিং লাইন-আপের কারণে।

শনিবার (৫ এপ্রিল) বে ওভালে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটা নেমে এসেছিল ৪২ ওভারে। নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৪ রান সংগ্রহ করে স্বাগতিক নিউ জিল্যান্ড। জবাব দিতে নেমে ১ উইকেটে ৯৭ রানে পৌঁছে যাওয়া পাকিস্তান, শেষ পর্যন্ত ৪০ ওভারে ২২১ রানে অলআউট হয়। ব্ল্যাক ক্যাপসরা ৪৩ রানে ম্যাচ জেতার পাশাপাশি ৩-০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নেয়।

মাউন্ট মঙ্গানুইয়ে টস হেরে ব্যাটিংয়ে নামা নিউ জিল্যান্ড তৃতীয় ওভারে হারায় ওপেনার নিক কেলিকে (৩)। দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়েন মাইরু ও হেনরি নিকোলস। আগের দুই ম্যাচে ১১ ও ২২ রানে আউট হওয়া নিকোলস তৃতীয় ওয়ানডেতে করেন ৩১ রান। ওয়ানডেতে প্রথম হাফসেঞ্চুরির দেখা পাওয়া মাইরু সাজঘরে ফেরেন ৬১ বলে ৫৮ রান করে।

আরো পড়ুন:

ড্যারিল মিচেল ও সাইফার্ট। ছয় বছর পর ওয়ানডে খেলতে নেমে টিম সাইফার্ট করেন ২৬ রান। ড্যারেল মিচেলও ভালো শুরুর পত ৪৩ রানে থামেন। কমে যাওয়া নিউ জিল্যান্ডের রানের গতি বাড়ানোর দায়িত্ব নেন অধিনায়ক মাইকেল ব্রেসওয়েল। লেজের ব্যাটসম্যানদের সঙ্গী করে শেষ ঝড়ের গতিতে রান তোলেন তিনি। ৬টি ছক্কায় ৪০ বলে ৫৯ রান করে তিনি আউট হন ইনিংসের শেষ বলে। ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে খেলতে নামা বাঁহাতি পেসার আকিফ জাভেদ ৬২ রানে ৪ উইকেট নেন।

জবাব দিতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান ওপেনার ইমাম উল হক। নন-স্ট্রাইক প্রান্তে ছুটে আসা বলের থ্রো লাগে ইমামের মাথায়। তারপর জুটি গড়েন শফিক ও বাবর। তাদের জুটিতে আসে ৬৮ রান। ৫৬ বলে ৩৩ রানের ধীরগতির ইনিংস খেলে আউট হন শফিক। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা সফরকারীরা।

বাবর আজম অর্ধশতক হাঁকিয়ে বিদায় নেন। তিনি ৫৮ বলে ৫০ রান করার পথে হাঁকান ৪টি চার ও ১টি ছক্কা। কাপ্তান রিজওয়ানের ব্যাট থেকে আসে ৩২ বলে ৩৭ রান। তিনি ইনিংসটি সাজান ২টি চার ও ১টি ছক্কায়। মিডল অর্ডারের ব্যর্থতায় পাকিস্তানের পরাজয়ের দিকে যেতে থাকে। তাইব তাহির একাই লড়াই করার চেষ্টা করেন। সালমান আগা ১১ ও ফাহিম আশরাফ ৩ রান করে বিদায় নেওয়ায়, তাইবের লড়াই কার্যকর হয়নি। শেষদিকে নাসিম শাহ একটি করে চার ও ছক্কায় ১৩ বলে ১৭ রান করেন।

বেন সিয়ার্স শিকার করেন ৫ উইকেট। নিউ জিল্যান্ডের ইতিহাসের প্রথম বোলার হিসেবে টানা দুই ওয়ানডেতে ‘ফাইপার’ পাওয়ার কীর্তি গড়লেন তিনি।

স্মরণকালের সবচেয়ে দুর্বল দল নিয়ে এই সিরিজ খেলতে নেমেছিল ব্ল্যাক ক্যাপসরা। তাদের বেশিরভাগ ক্রিকেটার আইপিএলে ব্যস্ত থাকায়, অনেকটা তৃতীয় শ্রেণীর দল খেলিয়েছে কিউইরা। এরপরও এবারের সফরে ৫ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডের মাঝে, কেবল একটা ম্যাচই জিততে পারল পাকিস্তান।

ঢাকা/নাভিদ


সর্বশেষ

পাঠকপ্রিয়