হারের হ্যাটট্রিক গড়ল চেন্নাই

ম্যাচের আগে শোনা গিয়েছিল, চেন্নাই সুপার কিংসের নিয়মিত অধিনায়ক ঋতুরাজ গাউকোয়াড় খেলতে না পারলে দলকে নেতৃত্ব দিবেন মহেন্দ্র সিং ধোনি। তবে কনুইয়ের চোট সারিয়ে টস করতে আসেন ঋতুরাজ। আর তাতেই আবারও হতশ্রী হলুদ শিবির। ম্যাচটা আসহায় আত্মসমর্পণ করে চেন্নাই।
প্রথমে ব্যাট করে ৬ উইকেটের বিনিময়ে ১৮৩ রান তুলে দিল্লি ক্যাপিটালস। চেন্নাই থামে ৫ উইকেটে ১৫৮ রান করে। ২৫ রানের ম্যাচ জিতে দিল্লী, একই সাথে ১৫ বছর পরে চিদাম্বর স্টেডিয়ামে জয় পায় রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি।
টস হেরে ব্যাট করতে নামে দিল্লি। এই ম্যাচে ফাফ ডু প্লেসির জায়গায় ওপেনে নেমে ৭৭ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল। তিনে নেমে ঝোড়ো ইনিংস খেলেন অভিষেক পোড়েল। ২০ বলে ৩৩ রান করেন তিনি। কাপ্তান অক্ষর প্যাটেলের সংগ্রহ ছিল ২১ রান। সমীর রিজভি আউট হন ২০ রানে। ত্রিস্তান স্টাবস অপরাজিত থাকেন ১২ বলে ২৪ করে। খলিল আহমেদ ২৫ রানে নেন ২ উইকেট।
জবাব দিতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। রাচিন রবীন্দ্র (৩) এবং ডেভন কনওয়ের (১৩) ওপেনিং জুটি ভেঙেছে দলের ১৪ রানের মাথাতে। ঋতুরাজও (৫) বেশিক্ষণ টেকেননি। দলীয় ২০ রানের মাথায় বিদায় নেন চেন্নাই কাপ্তান। এরপর বিজয় শঙ্কর ও শিবাম দুবের ব্যাটে এগিয়েছে চেন্নাই। তবে দলের প্রত্যাশা মেটানোর মতো ব্যাটিংটা হচ্ছিল না। ১৫ বলে ১৮ রান করে দুবে থেমেছেন দলের ৬৫ রানের মাথাতে।
ধোনিকে সাথে নিয়ে শেষ পর্যন্ত খেলেছেন বিজয় । তবে দুজনই ম্যাচ শেষ হওয়ার বহু আগেই হাল ছেড়ে দেন। শেষ ২ ওভারে দরকার ছিল ৫৪ রান। ১৯তম ওভারে ১৩ রান নেয় চেন্নাই। শেষ ওভার থেকে রান আসে ১৫। ধোনি অপরাজিত ছিলেন ২৬ বলে ৩০ রান করে। অন্যদিকে বিজয় টিকে ছিলেন ৫৪ বলে ৬৯ রানের ইনিংস খেলে। দিল্লীর হয়ে ২ উইকেট নেন বিপরাজ নিগাম।
এই জয়ের ফলে ৩ ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে দিল্লী। অন্যদিকে ৪ ম্যাচে মাত্র ১ জয় চেন্নাইয়ের। ধোনি-জাদেজেরা টানা হারের হ্যাট্ট্রিক করেছেন।
ঢাকা/নাভিদ