ডার্বির আগে আমোরিমের চোখ ইউনাইটেডের উন্নতিতে

মৌসুমের শেষ ম্যানচেস্টার ডার্বির মঞ্চ প্রস্তুত। যেখানে রবিবার (৬ এপ্রিল) রাত সড়ে ৯টায় ওল্ড ট্র্যাফোর্ডে সিটিকে আতিথ্য দেবে ইউনাইটেড। দুটি দলই ভিন্ন পরিস্থিতিতে একে অপরের বিপক্ষে নামছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) পয়েন্ট টেবিলে বর্তমানে পঞ্চম স্থানে অবস্থান করছে পেপে গার্দিওলার ম্যানসিটি। লন্ডনের ক্লাব চেলসির চেয়ে এক পয়েন্ট পিছনে রয়েছে ম্যানচেস্টারের ব্লু’রা। চেলসি যদি ব্রেন্টফোর্ডের বিপক্ষে পয়েন্ট হারায় এবং সিটি তাদের নগর প্রতিদ্বন্দ্বীদের হারাতে পারে, তাহলে আবারও ইপিএলের শীর্ষ চারে উঠে যাবে গার্দিওলার দল।
অন্যদিকে, ম্যানচেস্টার ইউনাইটেড বর্তমানে ইপিএলের ১৩তম স্থানে অবস্থান করছে। শীর্ষ দশে প্রবেশ করতে গেলে, তাদের কঠিন এক পথ পাড়ি দিতে হবে। রেড ডেভিলরা তাদের শেষ চারটি লিগ ম্যাচের দুটিতে জয় পেয়েছে।
এখন পর্যন্ত ১৯৫ বার এই দুই দল একে অপরের মুখোমুখি হয়েছে। যেখানে ইউনাইটেডের ৮০ জয়ের বিপরীতে সিটি জিতেছে ৬১ ম্যাচ। ২০০৮ সালে মালিকানা দুবাইয়ের শেখ মনসুরের কাছে যাওয়ার পরই, নগরপ্রতিদ্বন্দীদের সঙ্গে ব্যবধান কমিয়েছে সিটি। এদিকে, ইতিহাদে সবশেষ ডার্বিতে সিটিকে ২-১ ব্যবধানে হারিয়েছে রুবেন আমোরিমের ইউনাইটেড।
এই ম্যাচে ইউনাইটেড লুক শ, জনি এভানস, লিসেন্দ্রো মার্তিনেজ, আমাদ দায়ালো, কবি মাইনুকে পাচ্ছে না। তবে রেড ডেভিলদের দলে নেই কোন কার্ড জটিলতা। অন্যদিকে ম্যানসিটির মধ্যমাঠের প্রাণভোমরা রদ্রি চটের কারণে গোটা মৌসুমের জন্যই বাইরে। তাছাড়া অস্কার বব, ম্যানুয়েল আকানজি, জন স্টোনস, নাথান আকে এবং আর্লিং হালান্ডের আছে চোট সমস্যা।
ম্যাচের আগে ইউনাইটেডের পর্তুগিজ কোচ আমোরিম বলেন, “আমার মনে হয়, আমরা ম্যানচেস্টার সিটির চেয়ে বড় সমস্যা আছি। তারা এক সময়ে কিছু সমস্যায় ভুগেছিল, কিন্তু এখন তারা উন্নতি করেছে। তারা বিভিন্ন উপায়ে খেলতে পারে।”
ইউনাইটেড বস মেনে নিলেন যে, প্রতিপক্ষ কোচ এবং খেলোয়াড়রা বেশ এগিয়ে। তবে এই পর্তুগিজ কোচ সেসব নিয়ে মাথা ঘামাতে চান না। নিজ দলের উন্নিই এখন তার লক্ষ্য।
আমোরিম বলেন, “এটা বুঝা খুব কঠিন যে, তারা আমাদের বিপক্ষে কোন কৌশলে খেলবে। তাদের কাছে বিশ্বের সেরা কোচ রয়েছে এবং শীর্ষমানের খেলোয়াড় রয়েছে। তাই কঠিন প্রতিদ্বন্দ্বীতা হতে যাচ্ছে। কিন্তু আমি আমার দলের উন্নতি নিয়ে ব্যস্ত ছিলাম, তাই আমি সিটির উন্নতির বিষয়ে চিন্তা করছি না।”
ঢাকা/নাভিদ