ঢাকা     সোমবার   ২১ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৮ ১৪৩২

ডার্বি ড্র করে ইউনাইটেড সমর্থকদের ‘ক্লাসলেস’ বললেন গার্দিওলা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৫, ৭ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:০৭, ৭ এপ্রিল ২০২৫
ডার্বি ড্র করে ইউনাইটেড সমর্থকদের ‘ক্লাসলেস’ বললেন গার্দিওলা

ম্যানচেস্টার সিটির সামনে সুযোগ ছিল ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষ চারে ঢুকার। চেলসি ড্র করায় সিটিজেনদের সামনে এই সুবর্ণ সুযোগ এসেছিল। তবে রবিবার (৬ এপ্রিল) নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করে ম্যানসিটি। সেরা চারে ঢুকার সুযোগ হারানোর পর, সিটি বস পেপে গার্দিওলা ইউনাইটেড সমর্থকদের শ্রেণহীন বলে অ্যাখায়িত করলেন।

সবশেষ ৫ বছর আগে ম্যানচেস্টার ডার্বি গোলশূন্য ড্র হয়েছিল। মহামারী কোভিড-১৯ চলাকালীন, ২০২০ সালে ওল্ড ট্রাফোর্ডে সেই ম্যাচটা হয়েছিল। এরপর হয়ে গেছে আরো ১২ ম্যাচ, তবে গোলহীন ড্র হয়নি ম্যানচেস্টার ডার্বি। অন্যদিকে, এই সময়ের মাঝে ইউনাইটেড ৩ জন কোচ বদল করেছে।

রবিবার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্রাফোর্ডে সিটির মিডফিল্ডার ফিল ফোডেনের পারফরম্যান্স আশানুরূপ ছিল না। গার্দিওলা ম্যাচের ৫৭ মিনিটের সময় তাকে তুলে নেন জার্মেই ডকুর বদলি হিসেবে। ইউনাইটেড সমর্থকদের ধরা ‘চ্যান্টটাই’ মূলত (দর্শকদের সুরেলা স্লোগান) ফোডেনের পারফরম্যান্সে প্রভাব ফেলেছিল। রেড ডেভিল সমর্থকরা এই মিডফিল্ডারের মাকে উদ্দেশ্য করেও চ্যান্ট ধরে। অথচ দুই দলের স্কোয়াডে স্থানীয় দুই প্লেয়ারদের একজন ফোডেন!

আরো পড়ুন:

ম্যাচের প্রথমার্ধে সিটি আক্রমণ করছিল স্ট্রেটফোর্ড এন্ডের দিকে। তখনই কিছু ইউনাইটেড সমর্থক ফোডেনের মা সম্পর্কে অশালীন চ্যান্ট ধরে। সংবাদ সম্মেলনে এ ব্যাপারে গার্দিওলা বলেন, ‘এটা শ্রেণির অভাব। ইউনাইটেড নয়, এটা  কিছু মানুষের আচরণ। খেলাধুলায়, আমরা কোচরা, মালিক সবসময়ই প্রকাশ্যে থাকি। কিন্তু একজন খেলোয়াড়ের মা সম্পর্কে এমন কটূক্তি! এটা সম্পূর্ণ অনৈতিক, শ্রেণিহীন। যারা এটা করেছে, তাদের লজ্জা পাওয়া উচিত।”

এই ড্রয়ের ফলে ইউনাইটেড কোচ রুবেন আমোরিম চলমান মৌসুমে গার্দিওলার সিটির বিপক্ষে তিন ম্যাচেই অপরাজিত থাকলেন। যার মাঝে দুবার জিতেছেন আমোরিম। রেড ডেভিলদের কোচ হিসেবে একটি করে জয় ও ড্র। অন্যদিকে এই মৌসুমেই ইউনাইটেডের ডেরায় আসার আগে, স্পোর্টিং লিসবনের ডাগআউটে থাকাকালীন একবার জিতেছেন।

৩১ ম্যাচ শেষে ৫২ পয়েন্ট নিয়ে টেবিলের ৫ নম্বরে অবস্থান করছে সিটি। সমান সংখ্যক ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে আছে আমোরিমের ইউনাইটেড।

ঢাকা/নাভিদ


সর্বশেষ

পাঠকপ্রিয়