‘ভাবিনি ১৫ বছর একসাথে খেলব’

আইপিএলের প্রথম আসর থেকেই খেলছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। প্রথম তিনটা মৌসুম ডেকেন চার্জার্স হায়দরাবাদের হয়ে খেলার পর, ২০১১ থেকে মুম্বাই ইন্ডিয়ানসে যোগ দেন ঘরের ছেলে রোহিত। অন্যদিকে আইপিএলের একদম প্রথম ম্যাচ থেকেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে খেলছেন কোহলি। সোমবার (৭ এপ্রিল) রাত ৮টায় আইপিএলের ১৮তম আসরে মুখোমুখি হতে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটের এই দুই মহারথী। ম্যাচের আগে এক ভিডিও বার্তায় দুজনের সম্পর্ক নিয়ে আবেগঘন মন্তব্য করেন কোহলি।
মুম্বাই আইপিএলে সবচেয়ে সফল ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। অন্যদিকে ব্যাঙ্গালুরু দুটি ফাইনাল খেলার পরও শিরোপার ছোঁয়া পায়নি। যদিও, এবার মৌসুমের শুরুটা একেবারে ভিন্নভাবে করেছে বেঙ্গালুরু। মুম্বাইয়ের চেয়ে অনেক বেশি প্রতিশ্রুতিশীল দেখাচ্ছে তাদের। এই হাইভোল্টেজ ম্যাচের আগে, কোহলি তার এবং রোহিতের সম্পর্কের বিষয়ে কথা বলেছেন।
ভারতীয় দলে কোহলি ও রোহিতের সম্পর্ক শীতল, এমন অনেক গুঞ্জন রয়েছে। তাদের মধ্যে দ্বন্দ্বের গুঞ্জনও শোনা গেছে। একসময় সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে এই বিষয় খুবই চর্চিত ছিল। কোহলির এই ভিডিওবার্তার পর, সেই ব্যাপারগুলো এখন খুবই ঠুনকো লাগছে।
কোহলি বলেন, রোহিতের সাথে দীর্ঘদিন খেলার কারণে, তারা একে অপরের সঙ্গে বিভিন্ন আলোচনা করেন ও শিখেন, “আমি মনে করি, এটি খুব স্বাভাবিক। যখন আপনি কারও সাথে এত বছর খেলবেন, তখন খেলা নিয়ে আপনার যে অন্তর্দৃষ্টি থাকবে, তা একে অপরের সাথে শেয়ার করবেন। অন্যের থেকে শিখবেন। সমস্ত ধরনের প্রশ্ন, এমনকি কোন ব্যাপারে দ্বিধা থাকলে সেটাও শেয়ার করবেন।”
ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক জানান, ম্যাচের কঠিন পরিস্থিতে তারা যখন আলোচনা করতেন, তখন এক ধরনের বিশ্বাস কাজ করত তাদের ভেতর। কোহলি বলেন, “আমরা দলের (ভারত) নেতৃত্বের ক্ষেত্রে খুব ঘনিষ্ঠভাবে কাজ করি, তাই সর্বদা আইডিয়া নিয়ে আলোচনা হয়। বেশিরভাগ সময়, আমরা একই সিদ্ধান্তে চলে আসি। বিশ্বাসের সম্পর্ক এটা।”
কোহলি আরো বলেন, তিনি বা রোহিত কেউই ভাবেননি যে, তারা ১৫ বছর ধরে দেশের হয়ে খেলা চালিয়ে যাবেন, “আমরা অবশ্যই একসাথে খেলার সময়টা উপভোগ করেছি। তাই আমাদের ক্যারিয়ার দীর্ঘায়িত হয়েছে। যখন আমদের বয়স কম ছিল, তখন এটি নিশ্চিত ছিল না যে, আমরা ১৫ বছর ভারতের হয়ে খেলব। দীর্ঘ ও ধারাবাহিক যাত্রা। আমরা খুব কৃতজ্ঞ এবং খুশি সমস্ত স্মৃতি ও মুহূর্তের জন্য।”
ঢাকা/নাভিদ