অলরাউন্ড পারফরম্যান্সে অগ্রণী ব্যাংককে জেতালেন তাইবুর

বোলিংয়ে ৪ উইকেট। ব্যাটিংয়ে ৩৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। অলরাউন্ড পারফরম্যান্সে তাইবুর রহমান জেতালেন অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে। সোমবার (৭ এপ্রিল) বিকেএসপির ৪ নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়ে সুপার লিগের পথে একটু এগিয়ে গেল অগ্রণী ব্যাংক।
লিগে নয় ম্যাচে এটি তাদের ষষ্ঠ জয়। তিনটি ম্যাচ হেরেছে তারা। অন্যদিকে ভালো অবস্থানে নেই ব্রাদার্স। সমান ম্যাচে এটি তাদের সপ্তম হার। শেষ দুই রাউন্ডে জয় না পেলে অবনমন লিগ খেলতে হতে পারে তাদেরকে।
আগে ব্যাটিং করতে নেমে ব্রাদার্স ৯ উইকেটে ২৩৮ রান করে। জবাব দিতে নেমে অগ্রণী ব্যাংক ৪৮.৪ ওভারে জয় তুলে নেয়। ছোট পুঁজি নিয়েও ব্রাদার্সের বোলাররা চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু শেষ হাসিটা হাসতে পারেননি।
ম্যাচ সেরা নির্বাচিত হওয়া তাইবুর ছয়ে নেমে ৪৫ বলে ১ চারে ৩৫ রান করেন। তার সঙ্গে সমান গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন সাতে নামা শুভাগত হোম। ৩৫ বলে ২ চার ও ১ ছক্কায় ৪৫ রান আসে তার ব্যাট থেকে। এছাড়া সাদমান ইসলাম ৪৪, ইমরানউজ্জামান ২১ ও অমিত হাসান ২৫ রান করেন। মিডল অর্ডারে মার্শালের ব্যাট থেকে আসে ৪১ রান।
বোলিংয়ে তাইবুর ছিলেন দলের সেরা। ১০ ওভারে ৪১ রানে ৪ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট পেয়েছেন রুয়েল মিয়া ও আরিফ আহমেদ।
অভিজ্ঞ অলোক কাপালি ব্রাদার্সের হয়ে হাল ধরেছিলেন শেষ দিকে ব্যাটিংয়ে নেমে। ৫৭ বলে ৫৮ রান করেন ৪ চার ও ২ ছক্কায়। ৪৪ রান আসে মিজানুর রহমানের ব্যাট থেকে। ৩৩ করেন আইচ মোল্লা। তারা কেউই ভালো শুরুর পর থিতু হয়ে ইনিংস বড় করতে পারেননি। সোহাগ গাজীও শেষ দিকে ৩৪ রান যোগ করে পুঁজি বড় করতে রাখেন অবদান।
ঢাকা/ইয়াসিন/নাভিদ