ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

সামনের মৌসুমে ইপিএলের ৫ দল চ্যাম্পিয়নস লিগে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০০, ৯ এপ্রিল ২০২৫   আপডেট: ১০:১১, ৯ এপ্রিল ২০২৫
সামনের মৌসুমে ইপিএলের ৫ দল  চ্যাম্পিয়নস লিগে

আগামী মৌসুম থেকে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) ৫টি দল খেলবে চ্যাম্পিয়নস লিগ! শুধু চ্যাম্পিয়নস লিগই নয়, ইউরোপের বাকি দুই প্রতিযোগিতা ইউরোপা লিগ ও কনফারেন্স লিগেও পারফরম্যান্সের জন্য ইপিএল অতিরিক্ত একটি স্থান অর্জন করেছে।

দুটি লিগকে ইউরোপীয় পারফরম্যান্স স্পট (ইপিএস) পুরস্কৃত করা হবে, যা গত মৌসুমে চালু করা হয়েছিল। মূলত চ্যাম্পিয়নস লিগে ৩৬টি দলকে অন্তর্ভুক্ত করার যে প্রকিয়া, সেখানে একটি সংস্কার হিসাবে কাজ করেছে ইপিএস স্পট।

মৌসুমের বেশিরভাগ সময় ধরেই ইংল্যান্ড টেবিলের শীর্ষে থেকে বেশ এগিয়ে ছিল ইপিএসের জন্য। নকআউট প্লেঅফ রাউন্ড এবং শেষ ষোলো পর্বে ইতালীয় ক্লাবগুলির খারাপ ফলাফলের তালিকার মাধ্যমে অতিরিক্ত স্থানটি প্রায় নিশ্চিত হয়ে গেছে। ফলে প্রিমিয়ার লিগের দল গুলোকে শুধুমাত্র একটি জয় বা দুটি ড্র দরকার ছিল। যা মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাতে নিশ্চিত হয়ে যায়, যখন আর্সেনাল ৩-০ ব্যবধানে জিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে।
 

আরো পড়ুন:

ঢাকা/নাভিদ


সর্বশেষ

পাঠকপ্রিয়