ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

বার্সার আক্রমণ ঠেকানোর উপায় খুঁজছে ডর্টমুন্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ৯ এপ্রিল ২০২৫  
বার্সার আক্রমণ ঠেকানোর উপায় খুঁজছে ডর্টমুন্ড

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল প্রথম লেগে বুধবার (০৯ এপ্রিল) দিবাগত রাতে বার্সেলোনার মুখোমুখি হবে বরুশিয়া ডর্টমুন্ড। এই কঠিন লড়াইয়ের আগে ডর্টমুন্ড কোচ নিকো কোভাচ জানিয়েছেন, বার্সার আক্রমণ সামলাতে তাদের সেরা কৌশল বের করতে হবে।

এই বছর এখনো পর্যন্ত কোনো ম্যাচে হারেনি বার্সেলোনা। রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও রবার্ট লেভানডোভস্কির দুর্দান্ত ফর্মে থাকা দলটি লা লিগার পয়েন্ট টেবিলেও রয়েছে শীর্ষে।

কোভাচ বলেন, “আমরা এখানে আন্ডারডগ হিসেবে এসেছি। তবে এতে প্রতিপক্ষের কাজ সহজ হবে না। দুই লেগের ম্যাচ, তাদেরকে ডর্টমুন্ডে আসতে হবে। আমি মনে করি, আমাদের সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে।”

আরো পড়ুন:

গতবারের ফাইনালিস্ট ডর্টমুন্ড বর্তমানে বুন্দেসলিগায় অষ্টম স্থানে রয়েছে। গত শনিবার ফ্রাইবুর্গের বিপক্ষে ৪-১ গোলের জয় পেলেও তাদের এখনও লিগে ছয়টি ম্যাচ বাকি, যেখানে শীর্ষ চারে থাকতে না পারলে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা অনিশ্চিত হয়ে যাবে।

তবে দলে বড় ধাক্কা লেগেছে মৌসুমের বাকি সময়ের জন্য ডিফেন্ডার নিকো শ্লটেরবেক ছিটকে যাওয়ায়। যিনি হাঁটুর ইনজুরিতে ভুগছেন। পাশাপাশি, পাসকেল গ্রসও থাকছেন না নিষেধাজ্ঞার কারণে।

কোভাচ বলেন, “আমরা জানি, কাল (আজ) কী ভয়ংকর আক্রমণের মুখোমুখি হতে যাচ্ছি। আমাদের খুবই সংযত হয়ে খেলতে হবে। বক্সের আশেপাশে ওরা খুবই শক্তিশালী। তবে প্রতিটি দলেরই দুর্বলতা থাকে, আমরাও সেগুলো কাজে লাগাতে চাই।”

তবে নিজের পরিকল্পনা প্রকাশ করেননি কোভাচ, “আমাদের একটা পরিকল্পনা আছে। তবে এখন বলাটা বুদ্ধিমানের কাজ হবে না।”

তিনি আরও বলেন, “বার্সেলোনার ট্রেবল জয়ের সম্ভাবনা নিয়ে আমি ভাবছি না। আমি শুধু ভাবছি কীভাবে আমরা সেমিফাইনালে যেতে পারি। আমি জানি না (বার্সা কোচ) হ্যান্সি ফ্লিক ট্রেবল জয়ের স্বপ্ন নিয়ে কথা বলছেন কিনা। আমি তাকে চিনি। তিনি কাজপাগল ও বাস্তববাদী একজন মানুষ। আমরাও ট্রেবল নয়, ম্যাচ জয়ের লক্ষ্যেই এখানে এসেছি। ভালো কিছু হলে খুশি হয়ে ফিরে যাব।”

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়