ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

অফফর্মে থাকা ম্যাক্সওয়েল এবার শাস্তির মুখে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ৯ এপ্রিল ২০২৫  
অফফর্মে থাকা ম্যাক্সওয়েল এবার শাস্তির মুখে

আইপিএলের এবারের আসরে একেবারেই ছন্দহীন সময় কাটাচ্ছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাট হাতে এখনো নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। টুর্নামেন্টে এখন পর্যন্ত চারটি ম্যাচে অংশ নিলেও ব্যাট থেকে এসেছে শুধুই হতাশা। তার সর্বোচ্চ ইনিংস মাত্র ৩০ রান, আর চেন্নাই সুপার কিংসের বিপক্ষে গত ম্যাচে ফিরেছেন মাত্র ১ রানে।

খারাপ পারফরম্যান্সের মাঝেও এবার নতুন করে আলোচনায় এসেছেন ম্যাক্সওয়েল। তবে তা মাঠের বাইরের কারণে। আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার ম্যাচ ফি’র ২৫ শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং সঙ্গে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্টও।

আইপিএল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার আচরণবিধির ২.২ ধারায় লেভেল-১ মাত্রার অপরাধ করেছেন। যদিও ঠিক কোন ঘটনার জন্য এই শাস্তি দেওয়া হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ম্যাচ চলাকালে মাঠের সরঞ্জামাদি বা ‘ফিক্সচার ও ফিটিংস’ অপব্যবহারের কারণেই তাকে এই শাস্তির মুখে পড়তে হয়েছে।

আরো পড়ুন:

বিবৃতিতে আরও বলা হয়েছে, “গ্লেন ম্যাক্সওয়েল তার কৃতকর্মের দায় স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আইপিএলের আচরণবিধির লেভেল-১ ধারা অনুযায়ী, ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত বিবেচিত হয়।”

আইপিএলের আচরণবিধির ২.২ ধারা অনুযায়ী, যেকোনো ধরনের অখেলোয়াড়সুলভ কাজ—যেমন স্টাম্পে লাথি মারা, বিজ্ঞাপন বোর্ড বা ড্রেসিংরুমের জিনিসপত্র ভাঙচুর করা, ইচ্ছাকৃতভাবে মাঠের সরঞ্জাম ক্ষতিগ্রস্ত করা ইত্যাদি অপরাধ হিসেবে গণ্য হয়।

ফর্মে না থাকা এবং মাঠের বাইরেও বিতর্কের মধ্যে পড়ে গ্লেন ম্যাক্সওয়েলের আইপিএল মৌসুম যে আরও কঠিন হয়ে উঠেছে, তা বলাই যায়।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়