ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

রেকর্ড জয়ে বিশ্বকাপ বাছাই শুরু বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১০ এপ্রিল ২০২৫   আপডেট: ১৬:৪৬, ১০ এপ্রিল ২০২৫
রেকর্ড জয়ে বিশ্বকাপ বাছাই শুরু বাংলাদেশের

থাইল্যান্ডের মেয়েদের জন্য লক্ষ্যটা পাহাড়সমই ছিল। আড়াইশর বেশি রান তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়লো তারা। দুর্দান্ত বোলিংয়ে থাই মেয়েদের একশর আগে গুটিয়ে দিয়ে ১৭৮ রানের বড় জয়ে ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশ।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) পাকিস্তানের লাহোরে টস হেরে ব্যাট করতে নেমে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরিতে ভর করে ৫০ ওভারে তিন উইকেট হারিয়ে ২৭১ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৮.৫ ওভারে ৯৩ রানেই গুটিয়ে যায় থাইল্যান্ড।

বাংলাদেশের লক্ষ্যের জবাব দিতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে থাইল্যান্ড। মূলত দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌসের ঘূর্ণি জাদুতেই মুখ থুবড়ে পড়ে থাইল্যান্ডের ব্যাটিং লাইনআপ। ফাহিমা এবং জান্নাতুল দুজনেই সমান পাঁচটি করে উইকেট দখল করেন।

আরো পড়ুন:

থাইল্যান্ডের পক্ষে কেবল তিনজন ব্যাটার দুই অঙ্কের ফিগার স্পর্শ করতে পারেন। দুই ওপেনার নাচায়া বুকাথাম ও চানিদা সুতিরুয়াং যথাক্রমে ১৭ ও ২২ রান করেন। এছাড়া থাই অধিনায়ক নারুমোল চিওয়াই করেন ১৫ রান।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ চতুর্থ ওভারে ওপেনার ইশমা তানজিমের (৮) উইকেট হারায়। এরপর ভালো জুটি গড়েন ফারজানা ও শারমিন। ৭৪ বলে ফিফটি করেন ফারজানা। তিনি আউট হন ৮২ বলে ৫৩ রান করে।

এরপর শারমিনের সঙ্গে জুটি বাঁধেন জ্যোতি। দুজন মিলে ফিফটি পেরিয়ে দলকে নিয়ে যান রেকর্ডের চূড়ায়। ৮০ বলে ১০১ রানের ইনিংস খেলেন জ্যোতি। যা দেশের নারী ক্রিকেটে ওয়ানডে ফরম্যাটে দ্বিতীয় সেঞ্চুরি। জ্যোতির সেঞ্চুরিটি এই ফরম্যাটে দেশের নারী ক্রিকেটে দ্রুততমও।

জ্যোতি ছাড়াও ১২৬ বলে ৯৪ রানের ইনিংস খেলেন শারমিন আক্তার সুপ্তা। তৃতীয় উইকেটে জ্যোতি ও সুপ্তার জুটিতে রান আসে ১৫২ রান। গত ডিসেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে ফারজানা ও শারমিনের ১৪৩ রানের জুটি ছিল আগের রেকর্ড।

আইরিশদের বিপক্ষে সেদিন শতরানের সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত ৮৯ বলে ৯৬ করে আউট হয়ে যান শারমিন। এবার থাইল্যান্ডের বিপক্ষে তিনি অপরাজিত রইলেন শতরান থেকে ছয় রান দূরে। নব্বইয়ে একাধিকবার আটকে পড়া বাংলাদেশের একমাত্র ব্যাটার এখন তিনিই।

ঢাকা/রিয়াদ/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়