আজিজুলের সেঞ্চুরিতে প্রাইম ব্যাংককে হারাল গুলশান ক্রিকেট ক্লাব

যুব দলে খেলা আজিজুল হক তামিমের সেঞ্চুরিতে ভর করে তারকাবহুল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব।
বিকেএসপির ৪ নম্বর মাঠে ৪৭.৩ ওভারে ২০৩ রানে অলআউট হয় প্রাইম ব্যাংক। তাড়া করতে নেমে ৩৭.১ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় গুলশান ক্রিকেট ক্লাব।
১০৬ বলে ১০৫ রান করে জয়ের ভিত গড়ে দেন আজিজুল। ১০টি চার ও ৩টি ছয়ে সাজানো ছিল তার ইনিংসটি। এছাড়া ওপেনার জাওয়াদ আবরার ৩৩ ও খালিদ হাসান ৩৮ রান করেন।
সাকিব শাহরিয়ার ৯ ও ফরহাদ রেজা ১ রানে অপরাজিত থাকেন। প্রাইম ব্যাংকের হয়ে ২ উইকেট নেন নাঈম আহমেদ।
এর আগে দারুণ শুরু করেও ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি প্রাইম ব্যাংক। ওপেনিং জুটিতে ৩৮ রান তোলে দলটি। এরপর হঠাৎ ছন্দপতন। ২৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে।
অধিনায়ক ইরফান শুক্কুর-সাজ্জাদুল হক হাল ধরেন। সাজ্জাদুল ৫১ রান করলেও ফিফটির আগেই ফেরেন শুক্কুর। তার ব্যাট থেকে আসে ৪৩ রান।
এছাড়া মোহাম্মদ নাইম শেখ ৩৬, সাব্বির হোসেন ২২ ও জাকির হাসান ২২ রান করেন। গুলশানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মেহেদী হাসান। ২ উইকেট করে নেন আসাদুজ্জামান পায়েল, নাঈম ইসলাম ও নিহাদুজ্জামান।
ঢাকা/রিয়াদ/সাইফ