হাজারতম গোলের পথে আরো দুই ধাপ এগুলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো দিচ্ছেন না কোন ইঙ্গিত, কোথায় গিয়ে তিনি তাঁর ক্যারিয়ার করবেন শেষ। তাঁর নামটাই যে এক রেশ। প্রথমার্ধেরে শেষ মুহুর্তে গোল হজম করে আল নাসর পিছিয়ে পড়েছিল। তবে রোনালদো মাঠে থাকতে কি তাঁর দলকে হারতে দিতে পারেন? ৪০ বছর বয়সী এই মহাতারকা করলেন জোড়া গোল। তাতেই শনিবার সৌদি প্রো লিগে নগরপ্রতিদ্বন্দ্বী (১২ এপ্রিল) আল রিয়াদকে ২-১ গোলে হারিয়েছে আল নাসর। আর পর্তুগিজ মহাতারকা আরো দুই ধাপ এগিয়ে গেলেন তাঁর ক্যারিয়ার হাজারতম গোলের দিকে।
সৌদি প্রো লিগে ২৭ রাউন্ড শেষে ৫৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আল নাসর। দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের সংগ্রহ ১ পয়েন্ট বেশি। অন্যদিকে ৬৫ পয়েন্ট নিয়ে টেবিলের চূড়ায় আল ইত্তিহাদ।
ঘরের মাঠ আল আওয়াল পার্কে প্রথমার্ধের যোগ করা সময়ে ফায়েজ সেলেমানির গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আল রিয়াদ। ব্যাপারটা তাঁতিয়ে দিয়েছিল আল নাসরের দুই তারকা ফরোয়ার্ড সাদিও মানে ও রোনালদোকে। এই জুটির প্রচেষ্টায় দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি স্বাগতিকরা।
ম্যাচের ৫৬তম মিনিটে মানের ক্রস থেকে দারুণ এক ট্যাপ-ইনে বল জালে পাঠান রোনালদো। মিনিট আটেক পর মান আবারো একটা আক্রমণ করেন। এই সেনেগালিজ ফরোয়ার্ডের কাটব্যাক ক্লিয়ার করতে গিয়ে প্রতিপক্ষ এক ফুটবলার পুরোপুরি সফল হয়নি। হাওয়ায় ভাসা বল চলে গেল রোনালদোর নাগালে। বলকে আর মাটিতে পড়তে দেননি পর্তুগিজ অধিনায়ক। সেটিকে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির ভলিতে জালে জড়িয়ে দেন পাঁচবারের ব্যলন ডি-অর জয়ী মহাতারকা।
লিগে টানা চার ম্যাচে জালের দেখা পেলেন ৪০ বছর বয়সী রোনালদো। রিয়াদের বিপক্ষে করা জোড়া গোলের সুবাদে সৌদি প্রো লিগে পর্তুগিজ তারকার গোল সংখ্যা হলো ৭২টি। হাজার গোলের মাইলফলক ছোঁয়ার দিকেও তিনি এগিয়ে গেলেন আরও দুই ধাপ। তার ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৯৩৩টি।
ঢাকা/নাভিদ