ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

ভিনসের বিস্ফোরক ব্যাটিংয়ে ম্লান রিজওয়ানের সেঞ্চুরি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪১, ১৩ এপ্রিল ২০২৫  
ভিনসের বিস্ফোরক ব্যাটিংয়ে ম্লান রিজওয়ানের সেঞ্চুরি

শনিবার (১২ এপ্রিল) রাতটা উপমহাদেশের ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য ছিল রেকর্ড ভাঙা গড়ার। আইপিএলের মতোই পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) হলো হাইস্কোরিং ম্যাচ। পিএসলেও ২৩০ এর বেশি রান নিরাপদ রইল না এদিন।

মুহাম্মদ রিজওয়ানের মুলতান সুলতানকে হারিয়ে দিল ডেভিড ওয়ার্নারের করাচি কিংস। করাচি ন‍্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব‍্যাট করতে নেমে ৩ উইকেটে ২৩৪ রান করে মুলতান। সেই লক্ষ্যে ৪ বল ও ৪ উইকেট হাতে রেখেই পৌঁছে যায় করাচি কিংস।

টস জিতে প্রথমে মুহাম্মদ রিজওয়ানের মুলতানকে ব্যাটিং করতে পাঠায় করাচি। সেখানেই পাকিস্তানের অধিনায়ক রিজওয়ান ৬৩ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন। বলার অপেক্ষা রাখে না, ৬৩ বলে শতরান কিন্তু খুব একটা ভালো পরিসংখ্যানও না এমন পিচে। মাইকেল ব্রেসওয়েল ১৭ বলে ৪৪ এবং কামরান গুলাম ১৯ বলে ৩৬ রান করে মুলতানকে পৌঁছে দেন ২০ ওভারে ৩ উইকেটে ২৩৪ রানে।

করাচি যখন বিশাল রান তাড়া করতে নামে, তখন শুরুর দিকে বোলাররা একটু সুবিধা পাচ্ছিল। তবে জেমস ভিনস খেলা ধরে নিতেই আর কিছুই করতে পারল না মুলতানের ডেভিড উইলে, ব্রেসওয়েল, ক্রিস জর্ডনরা। জেমস ভিনস ছিলেন ধরা ছোঁয়ার বাইরে। ভিনস ১৪২ রানের বিশাল পার্টনারশিপ তৈরি করেন খুশদিল শাহের সঙ্গে। ভিনসের দাপটে মাত্র ২ ওভার বোলিং করেই ডেভিড উইলি দেন ৪০ রান।

৪৩ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস খেলেন ভিনস। এই ইংলিশ ক্রিকেটারকে যোগ্য সঙ্গ দেন খুশদীল শাহ। তিনি করেন ৩৬ বলে ৬০ রান। এদিকে করাচির টপ অর্ডারে ওয়ার্নার ব্যর্থ হলেও টিম সেইফার্ট ১৬ বলে ৩২ রান করেন। তাতই করাচির জয় নিশ্চিত হয়ে যায়।

আগামী মঙ্গলবার ফের পাকিস্তান সুপার লিগে মাঠে নামছে ডেভিড ওয়ার্নারের দল, প্রতিপক্ষ লাহোর কালান্দার্স। অন্যদিকে বুধবার রিজওয়ানের মুলতান খেলবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে।

ঢাকা/নাভিদ


সর্বশেষ

পাঠকপ্রিয়