তিন ফিফটির সঙ্গে রবিউলের তোপে অগ্রণীর বড় জয়

এবার অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের শিকার লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটির প্রথম তিন ব্যাটারের ফিফটির পর পেসার রবিউল হকের তোপে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ক্লাবটি।
মিরপুর শের-ই-বাংলায় টস হেরে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট ৩০৬ রান করে অগ্রণী। তাড়া করতে নেমে ২১৭ রানে অলআউট হয় রূপগঞ্জ।
সাইফ হাসানের নেতৃত্বে রূপগঞ্জের কোনো ব্যাটারই বড় রান করতে পারেননি। থিতু হয়ে উইকেট বিলিয়ে সাজঘরে ফেরেন একে একে। মাহমুদুল হাসান জয় সর্বোচ্চ ৩৩, সৌম্য সরকার ৩২, আকবর আলী ৩১ রানে ফেরেন। আর কেউ ত্রিশের ঘর পেরোতে পারেনি।
অগ্রণীর হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন রবিউল হক। ২টি করে উইকেট নেন শহীদুল ইসলাম-আরিফ আহমেদ। ২৯ রানে ৪ উইকেট নেওয়া রবিউলের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।
এর আগে দুই ওপেনার সাদমান ইসলাম-ইমরানুজ্জামানের ফিফটিতে দারুণ শুরু পায় অগ্রণী। ইমরান ৫০ রানে ফিরলে ভাঙে জুটি। সাদমান সর্বোচ্চ ৮৭ রান করেন। তিনে নামা অমিত হাসানের ব্যাট থেকে আসে ৫৯ রান। এ ছাড়া ৪৮ রান করেন অধিনায়ক মার্শাল আইয়ুব। রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন রেজাউর রহমান রাজা।
ঢাকা/রিয়াদ/আমিনুল