ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

সুপার লিগে উঠল যারা

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ১৩ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:৩১, ১৩ এপ্রিল ২০২৫
সুপার লিগে উঠল যারা

ঢাকা প্রিমিয়ার লিগের রাউন্ড রবিন লিগের খেলা শেষ হলো আজ। গত ৩ মার্চ ঢাকার ১২ ক্লাব নিয়ে শুরু হয়েছিল দেশের একমাত্র লিস্ট ‘এ’ প্রতিযোগিতা। কয়েকটি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচ ছাড়া এবারের লিগের বেশিরভাগই ম্যাচ হয়েছে ম্যাড়ম্যাড়ে। আলোড়ন তৈরি করতে পেরেছে কয়েকটি পারফরম্যান্স। এছাড়া সব পারফরম্যান্সই গড়পড়তা।

১২ ক্লাব থেকে সুপার লিগে উঠেছে ছয়টি ক্লাব। বাকি তিনটি ক্লাবের সফর এবারের মতো শেষ। পয়েন্ট তালিকার শেষ তিনটি দল খেলবে রেলিগেশন লিগ। সেখান থেকে একটি দল টিকে যাবে। দুটি দল নেমে যাবে প্রথম বিভাগে।

১১ ম্যাচে নয় জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আবাহনী লিমিটেড। শিরোপাধারীরা এবারের লিগেও দারুণ ছন্দে আছে। সমান ম্যাচে সমান জয় মোহামেডান স্পোর্টিং ক্লাবেরও। রেটে পিছিয়ে থেকে তারা আছে দুই নম্বরে। আবাহনীর রান রেট ১.৪৬৮। মোহামেডানের ০.৭৭১।

আরো পড়ুন:

পরের চারটি স্থানে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স, গুলশান ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও লিজেন্ডস অব রূপগঞ্জ। গাজী গ্রুপ ১১ ম্যাচে আটটিতে জিতেছে। গুলশান ক্রিকেট ক্লাব ও অগ্রণী ব্যাংক জিতেছে সাতটি করে ম্যাচ। এছাড়া লিজেন্ডস অব রূপগঞ্জ ১১ ম্যাচে ছয় ম্যাচ জিতেছে।

সুপার লিগের লড়াই শুরু হবে ১৬ এপ্রিল থেকে। পরদিন হবে রেলিশেগন ম্যাচ।

পারটেক্স স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড ও শাইনপুকুর ক্রিকেট ক্লাব খেলবে রেলিগেশন লিগ। তিন দল জিতেছে যথাক্রমে তিন, দুই ও এক ম্যাচ। তাদের মধ্যে লিগে কে টিকে থাকে সেটাই দেখার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়