চেলসির চ্যাম্পিয়নস লিগ স্বপ্নে বড় ধাক্কা

উয়েফা চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্নে বড়সড় ধাক্কা খেল চেলসি। আজ রোববার (১৩ এপ্রিল) রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে তারা ২-২ গোলে নিচের সারির দল ইপসুইচ টাউনের সঙ্গে ড্র করেছে।
এই ড্রয়ে ৩২ ম্যাচ থেকে ৫৪ পয়েন্ট নিয়ে চেলসি এখন শীর্ষ পাঁচে থাকলেও তাদের পেছনেই রয়েছে নিউক্যাসল ইউনাইটেড। ৩০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৫৩ পয়েন্ট।
এনজো মারেসকার শিষ্যরা ঘরের মাঠে টানা পাঁচটি ম্যাচ জিতলেও ইপসুইচের বিপক্ষে শুরুতেই বিপদে পড়ে যায়। প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।
ইপসুইচের প্যারাগুয়ের স্ট্রাইকার জুলিও এনসিসো ১৯ মিনিটে বেন জনসনের ক্রস থেকে গোল করে দলকে এগিয়ে নেন। ১২ মিনিট পরেই এনসিসো নিজেই বল বাড়ান জনসনের জন্য, যিনি হেডে দ্বিতীয় গোলটি করেন। প্রথমার্ধ শেষে হতাশ চেলসি সমর্থকরা গ্যালারিতে দুয়োধ্বনি তোলে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই চেলসি ফিরে আসে অ্যাক্সেল টুয়ানজেবের আত্মঘাতী গোলের সুবাদে। এরপর ৭৯ মিনিটে বদলি খেলোয়াড় জ্যাদন সানচো দুর্দান্ত শটে গোল করে ম্যাচে সমতা ফেরান।
শেষ দিকে দু’দলই মরিয়া হয়ে চেষ্টা করে। তবে ইপসুইচ গোলরক্ষক অ্যালেক্স পামার দারুণ দক্ষতায় চেলসির চালোবা, এনজো ফার্নান্দেজ ও কোল পামারের নিশ্চিত গোল বাঁচিয়ে দেন এবং দলকে একটি পয়েন্ট উপহার দেন।
ঢাকা/আমিনুল