শাস্তি ও জরিমানা বাড়ল তাওহীদের, মোহামেডানের নিষেধাজ্ঞা তুলে নিতে আপিল

মাঠে আম্পায়ারের সঙ্গে অশোভন আচরণের জন্য তাওহীদ হৃদয়কে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছিলেন ম্যাচ রেফারি। কিন্তু ম্যাচের পর দেশের আম্পায়ার নিয়ে তীব্র সমালোচনা করায় শাস্তির মেয়াদ আরো বেড়েছে তার। করা হয়েছে জরিমানাও। নতুন করে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন। এছাড়া তিন ডিমেরিট পয়েন্ট এবং ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে তার নিষেধাজ্ঞা কমাতে লিগের আয়োজক সিসিডিএমের কাছে আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সুপার লিগের খেলা শুরু হবে আগামী ১৬ এপ্রিল। শুরুর দুই ম্যাচে মোহামেডান তাদের অধিনায়ককে না পেলে নিশ্চিতভাবে বড় ধাক্কা হজম করবে।
১২ এপ্রিল লিগের শেষ ম্যাচে মোহামেডানের প্রতিপক্ষ ছিল আবাহনী। ম্যাচকে ঘিরে ব্যাট-বলে তেমন কোনো উত্তেজনা, রোমাঞ্চ ছড়ায়নি। মোহামেডান শুরু থেকে দাপট দেখিয়েছে। আবাহনী এক পর্যায়ে ফিরে লক্ষ্য নাগালে রেখেছিল। বোলিংয়ে মোহামেডান আবার দাপট দেখায়। জুটি গড়ে আবাহনীও দেয় জবাব। কিন্তু শেষ পর্যন্ত মোহামেডানের দলগত পারফরম্যান্সে আবাহনীকে হার মানতে হয়।
তবে ইবাদত হোসেনের বলে মোহাম্মদ মিঠুনের এক এলবিডব্লিউ আবেদেনকে ঘিরে কথা কাটাকাটি হয়েছে। সেটাও অনফিল্ড দুই আম্পায়ার তানভীর ও সৈকতের সঙ্গে মোহামেডানের অধিনায়ক তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিমের। আম্পায়ারের থেকে আউটের সাড়া না পেয়ে ইবাদতও অশোভন আচরণ করেছেন। ড্রেসিংরুমের দিকে তাক করে আঙ্গুল তুলে চিৎকার করতে দেখা গেছে তাকে। পরিস্থিতি এতোটাই বাড়াবাড়ি পর্যায়ের ছিল যে মিনিট তিনেক খেলা বন্ধ ছিল।
আম্পায়ার তানভীরকে বেশ কিছুক্ষণ কথা শোনাচ্ছিলেন তাওহীদ। তাকে সেখান থেকে সরাতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় সৈকতকে। তার শারীরিক ভাষা, অবয়ব কোনোভাবেই ভালো দেখাচ্ছিল না। এক পর্যায়ে মুশফিকুর রহিম সেই তর্কে লিপ্ত হন। পরবর্তীতে মিরাজ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আম্পায়ারদের রিপোর্টের ওপর ভিত্তি করে ম্যাচ রেফারি নিয়ামুর রশীদ রাহুল তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে তাওহীদকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেন এবং ইবাদত হোসেনকে তিন ডিমেরিট পয়েন্টের সঙ্গে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
কিন্তু ম্যাচ শেষে গণমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তাওহীদ। তিনি আম্পায়ারদের নিয়ে মুখ খোলার হুমকি দেন এবং দেশের আম্পায়ারদের দুয়েকজন বাদে বাকি সবার মান খারাপ এমন কথাও বলেন। তার বক্তব্য বিসিবির নজরে আসার পর শাস্তি মেয়াদ আরো বেড়েছে।
ঢাকা/ইয়াসিন