পুরোদমে চলছে বাংলাদেশের প্রস্তুতি, জিম্বাবুয়ে আসছে মঙ্গলবার

জিম্বাবুয়ে সিরিজের প্রস্তুতির ক্যাম্প পুরোদমে চলছে। গতকাল ১০ ক্রিকেটারকে নিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু হয়েছিল। আজ স্কোয়াডের বাকি সবাইকে নিয়ে ক্যাম্প করেছে টিম ম্যানেজমেন্ট।
ঢাকা প্রিমিয়ার লিগের রাউন্ড রবিন লিগের খেলা শেষে স্কোয়াডের সব ক্রিকেটার এই ক্যাম্পে যোগ দিয়েছেন। গতকাল অনুশীলনে ছিলেন নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মুমিনুল হক, নাহিদ রানা, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম, জাকির হাসান ও হাসান মাহমুদ। আজ যোগ দিয়েছেন মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, তানজিম হাসান সাকিব, সাদমান ইসলাম ও নাঈম হাসান।
বাংলা নতুন বছরের প্রথম দিন সকালে ব্যাট-বলে নিজেদের ঝালিয়ে নিয়েছেন ক্রিকেটাররা। দলের ম্যানেজার নাফিস ইকবাল এক ভিডিও বার্তায়, দলের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। সাত সকালেই মাঠে নেমে অনুশীলন শেষ করেছে টিম ম্যানেজমেন্ট।
আগামীকাল মঙ্গলবার জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশে এসে পৌঁছবেন। তারা বিমানবন্দর থেকে সরাসরি চলে যাবেন সিলেটে। বুধবার বিশ্রামের পর বৃহস্পতিবার থেকে টানা তিনদিন অনুশীলন করবেন অতিথিরা।
অভিজ্ঞদের ফিরিয়ে পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। দলে ফিরেছেন শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। চোট কাটিয়ে দলে ফিরেছেন উইলিয়ামস। ব্যক্তিগত ছুটি শেষে ফিরেছেন আরভিন। মাঠে নামার জন্য প্রস্তুতি ওয়েলিংটন মাসাকাদজা। তাকেও ফেরানো হয়েছে স্কোয়াডে।
চার বছর পর টেস্ট খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। ২০২০ সালে একমাত্র টেস্ট ম্যাচটি ইনিংসের ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবার দুইটি ম্যাচই হবে ঢাকার বাইরে। সিলেটে প্রথম টেস্ট ২০ থেকে ২৪ এপ্রিল। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ২৮ এপ্রিল থেকে ২ মে।
জিম্বাবুয়ে ষষ্ঠবারের মতো বাংলাদেশে টেস্ট খেলতে আসছে। এর আগে ২০০১, ২০০৫, ২০১৪, ২০১৮ এবং ২০২০ সালে বাংলাদেশে এসে টেস্ট খেলেছে তারা। সব মিলিয়ে ১০ টেস্টে আফ্রিকার দলটির জয় দুটিতে।
ঢাকা/ইয়াসিন