রিশাদ লাহোরের ‘গেম চেঞ্জার’, প্রশংসায় ভাসাচ্ছেন সতীর্থরা

দেশের বাইরে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে নিজের অভিষেক দারুণভাবে রাঙিয়েছেন রিশাদ হোসেন। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে বল হাতে ৩১ রানে ৩ উইকেট নেন এই লেগ স্পিনার। তাতে লাহোরের অনায়েস জয় নিশ্চিত হয়ে যায়। ম্যাচ শেষে ফ্রাঞ্চাইজির পক্ষ থেকে বাংলাদেশি তরুণ ক্রিকেটারকে প্রশংসায় ভাসানো হয়। দলের ‘গেম চেঞ্জার’ হিসেবে খেতাবও পেয়েছেন ২২ বছর বয়সী ক্রিকেটার।
সপ্তম ওভারে বোলিং করতে এসে নিজের প্রথম ওভারে ৭ রান দেন রিশাদ। হজম করেননি কোনো বাউন্ডারি। দ্বিতীয় ওভারে বাউন্ডারি হজমের সঙ্গে উইকেটেরও স্বাদ পান। তার চতুর্থ বলে ছক্কা ওড়ান রাইলি রুশো। পরের বল একটু দ্রুতগতিতে সিমের ওপর দিয়েছিলেন রিশাদ। তাতে উইকেট হারান রুশো। বিপজ্জনক এই ব্যাটসম্যানকে ফিরিয়ে রিশাদ দলের জয়ের পথ মসৃণ করেন।
তৃতীয় ওভারে দেন ৯ রান। চতুর্থ ওভারে পান জোড়া সাফল্য। মোহাম্মদ আমিরকে বোল্ড করার পর আবরার আহমেদকে ডিপ স্কয়ার লেগে তালুবন্দি করান। তাতে ৩১ রানে রিশাদের প্রাপ্তি ৩ উইকেট। যেখানে ছিল ১০ ডট বল। এর আগে শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ১ বল খেলার সুযোগ পান। ১ রানে অপরাজিত থাকেন তিনি।
রুশোকে আউট করে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন রিশাদ। তাইতো তাকে ‘গেম চেঞ্জার’ উপাধি দিয়েছেন লাহোর কালান্দার্সের অন্যতম মালিক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সামিন রানা।
ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে সামিন বলেন, ‘‘আমার বাংলাদেশি ভাইকে নিয়ে আমি কী বলতে পারি...রিশাদ, আমার মনে হয় তুমি গেম চেঞ্জার। তুমি যেভাবে বল করেছ, তা দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে এবং বুঝিয়ে দিয়েছ যে এই দলের বোলিং আক্রমণই এবারের টুর্নামেন্টে সেরা।’
এর আগে রিশাদের পারফরম্যান্স নিয়ে লাহোরের অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি বলেছেন, ‘‘আমরা এমন এক বোলারকে নিতে চেয়েছিলাম, যে মাঝের ওভারগুলোয় উইকেট এনে দেয়। তাই আমরা রিশাদকে নিয়েছি।’’
ম্যাচ শেষে দলের উইকেট রক্ষক ব্যাটসম্যান স্যাম বিলিংসও রিশাদকে প্রশংসায় ভাসিয়েছেন, ‘‘আমার মনে হয় রিশাদ এসেই যেভাবে খেলেছে, তা দারুণ। সে অসাধারণ বল করেছে, বল স্পিন করাতে চেয়েছে। এই সংস্করণে কবজির স্পিন খুব গুরুত্বপূর্ণ। ওর নেওয়া রাইলি রুশোর উইকেট ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমি ওর পারফরম্যান্সে খুব খুশি।’’
ঢাকা/ইয়াসিন