ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

এমবাপ্পের লাল কার্ড, এক ম্যাচের জন্য নিষিদ্ধ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৫, ১৪ এপ্রিল ২০২৫   আপডেট: ১৯:২২, ১৪ এপ্রিল ২০২৫
এমবাপ্পের লাল কার্ড, এক ম্যাচের জন্য নিষিদ্ধ

সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। পারফরম্যান্সের অধারাবাহিকতার সঙ্গে উটকো ঝামেলায় পড়তে হচ্ছে ইউরোপের সেরা এই ক্লাবটির।

রোববার লা লিগার ম্যাচে আলাভেসের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রিয়াল। পয়েন্ট তালিকার তলানিতে থাকা দলের বিপক্ষে সাচ্ছন্দ্যে ছিল না ক্লাবটি। কেননা ম্যাচে দশ জনকে নিয়ে খেলতে হয়েছে অধিকাংশ সময়ে। ৩৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে।

আন্তোনিয়ো ব্লাঙ্কোকে মারাত্মক ফাউল করেন এমবাপ্পে। শুরুতে হলুদ কার্ড দেখান রেফারি। পরে ভিএআর মনিটরে রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টে সরাসরি লাল কার্ড দেখান।

আরো পড়ুন:

লাল কার্ডের পর, এমবাপ্পের নিষেধাজ্ঞার দৈর্ঘ্য নিয়ে উদ্বেগ ছিল কারণ এই মাসের শেষের দিকে বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রে ফাইনালে তার উপস্থিতি ঝুঁকির মধ্যে পড়তে পারত, যদি তাকে তিন বা চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হত।

মাদ্রিদ নিউজ এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, এমবাপ্পে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে যাচ্ছে। তাতে এ সপ্তাহের শেষ দিকে অ্যাথলেটিক ক্লাবের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে না। পরের সপ্তাহে গেতাফের বিপক্ষে খেলতে পারবেন।

আগামী ২৬ এপ্রিল সেভিলে বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে তার খেলতে কোনো বাধা থাকল না। যা লস ব্লাঙ্কোসদের জন্য বিরাট স্বস্তির খবর। রিয়াল মাদ্রিদের হয়ে ইতিমধ্যেই দুটি ট্রফি জিতেছেন এমবাপ্পে।

এদিকে লাল কার্ড ও মাঠের অপ্রীতিকর পরিস্থিতির জন্য ক্ষমা চেয়েছেন ফরাসি তারকা। কোচ কার্লো আনচেলত্তির নিষেধাজ্ঞায় দায়িত্ব পালন করেছিলেন দাভিদে আনচেলত্তি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দাভিদে বলেছেন, ‘‘কিলিয়ান উগ্র ছেলে নয়। সে কী করেছে সেটা বুঝতে পেরেছে এবং সে ক্ষমাও চেয়েছে। ওটা পরিষ্কার লাল কার্ড পাওয়ার মতো ফাউল ছিল এবং সে ফল ভোগ করেছে।”

ঢাকা/ইয়াসিন


সর্বশেষ

পাঠকপ্রিয়