আগস্টে বাংলাদেশে আসছে ভারত ক্রিকেট দল

ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে এই বছরের আগস্টে বাংলাদেশে আসছে ভারত জাতীয় দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) এই সিরিজের সফরসূচী প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে এবং তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলবে ভারত।
ভারতীয় দল ১৩ আগস্ট ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৭ আগস্ট থেকে ওয়ানডে সিরিজ শুরু হবে। সেখানে প্রথম দুই ম্যাচে লড়াই করবে বাংলাদেশ-ভারত। তৃতীয় ওয়ানডেটি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
চট্রগ্রামে, একই ভ্যান্যুতে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যচটি শুরু হবে ২৬ আগস্ট। মিরপুরে, বাকি দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ আগস্ট। বাংলাদেশের মাটিতে এটাই হতে যাচ্ছে বাংলাদেশ-ভারত প্রথম দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ!
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “এই সিরিজটি আমাদের হোম ক্যালেন্ডারের সবচেয়ে রোমাঞ্চকর এবং প্রত্যাশিত আয়োজনগুলোর মধ্যে একটি হতে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটে সকল সংস্করণেই ভারত একটি মানদণ্ড স্থাপন করেছে। উভয় দেশের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী এই প্রতিযোগিতাটি উপভোগ করবেন। সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশ এবং ভারত বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছে, এবং আমি নিশ্চিত যে এটি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ন এবং উপভোগ্য সিরিজ হবে।”
ঢাকা/নাভিদ