ঢাকা     মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৯ ১৪৩২

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুদকের অভিযান

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ১৫ এপ্রিল ২০২৫   আপডেট: ১৫:৪৮, ১৫ এপ্রিল ২০২৫
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুদকের অভিযান

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিপিএলের টিকিট বিক্রি ও আরো কিছু অনিয়মের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়েছে তারা।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অবস্থিত বিসিবির কার্যালয়ে উপস্থিত হন দুদকের তিন সদস্যের একটি বিশেষ দল।

বিসিবি কার্যালয়ে অবস্থান শেষে অভিযানের ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। দুদকের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, “বিভিন্ন ক্রিকেট লিগে বিশেষ করে তৃতীয় বিভাগ কোয়ালিফায়িং পর্বে দল নির্বাচনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে।”

আরো পড়ুন:

তার ভাষ্যমতে, ২০২৩ সালে তৃতীয় বিভাগ বাছাইয়ে দল নির্বাচনের ক্ষেত্রে ফি নির্ধারণ করা হয়েছিল পাঁচ লাখ টাকা। তখন মাত্র দুটি বা তিনটি দল আবেদন করত। এবার ফি এক লাখ টাকা নির্ধারণ করার পর ৬০টি দল আবেদন করেছে। আগের বছরগুলোতে অংশগ্রহণ ঠেকিয়ে রাখার মতো দুর্নীতি হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।

বিপিএলের টিকিট বিক্রির অনিয়মের ব্যাপারে মাহমুদুল আরো বলেন, “বিপিএলের তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত টিকিট বিক্রি করে বিসিবি আয় দেখিয়েছে ১৫ কোটি টাকা। অথচ এবারের (এগারোতম আসর) টিকিট বিসিবি নিজেরাই বিক্রি করে প্রায় ১৩ কোটি টাকা আয় করেছে। এতেই বোঝা যায়, আগে কোনোভাবে সঠিক হিসাব প্রকাশ হয়নি।”

অভিযান শেষে দুদকের টিম বিসিবি থেকে বিভিন্ন নথিপত্র সংগ্রহ করে নিয়ে গেছে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন তৈরি করবে সংস্থাটি।

ঢাকা/রিয়াদ/নাভিদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়