ঢাকা     বুধবার   ২৩ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১০ ১৪৩২

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরো কাছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ১৫ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:৪১, ১৫ এপ্রিল ২০২৫
হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরো কাছে বাংলাদেশ

১১০ রানে ৭ উইকেট তুলে নিয়ে স্কটিশ মেয়েদের চাপে রাখে বাংলাদেশ। এরপরই লড়াই শুরু হয় প্রিয়ানাজ চ্যাটার্জি-রাসেল স্ল্যাটারের। শতরানের জুটি গড়ে ছড়ি ঘোরাতে থাকলেও স্কোরবোর্ডে রেকর্ড পুঁজি থাকায় বেঁচে যায় বাংলাদেশ। 

শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে ৯ উইকেটে ২৪২ রানে থামে স্কটল্যান্ড। টস জিতে ব্যাটিং করতে নেমে ২৭৬ রান করে বাংলাদেশ। এটি ওয়ানডে ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রান। 

৩৪ রানের জয়ে শেষ হাসি হাসে নিগার সুলতানা জ্যোতির দল। টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের মেয়েরা। 

আরো পড়ুন:

স্কটিশদের এতদূর আসার পেছনে অবশ্য অবদান জ্যোতিদের। দুর্দান্ত ব্যাটিংয়ের পর দেখা গেছে ফিল্ডিংয়ে মিসের মহড়া। তাতে কমতে থাকে জয়ের ব্যবধান।

সর্বোচ্চ ৬১ রানে অপরাজিত ছিলেন স্ল্যাটার। আরেক সতীর্থ প্রিয়ানাজও করেন সমান রান। দুজনের জুটি থেকে আসে ১১৫ রান। 

এছাড়া ৪২ রান আসে অধিনায়ক সারাহ ব্রেইসের ব্যাট থেকে। ১০ ওভারে ৪০ রান দিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন নাহিদা আক্তার। এছাড়া ২ উইকেট নেন জান্নাতুল ফেরদৌস। 

এর আগে বাংলাদেশের রেকর্ডের দিনে সর্বোচ্চ ৮৩ রান করে অপরাজিত ছিলেন অধিনাটক জ্যোতি। ৫৯ বলে ১১টি চারের মারে এই রান করেন তিনি।হাফ সেঞ্চুরি করেন ফারজানা হক ও শারমিন আক্তার। দুজনের ব্যাট থেকেই আসে সমান ৫৭ রান করে। ২৬ রান করেন ফাহিমা খাতুন। 

এছাড়া ওপেনার ইশমা তানজীম ১৪ ও আগের ম্যাচের জয়ের নায়ক রিতু মণির ব্যাট থেকে আসে ১২ রান। স্কটিশদের হয়ে সর্বোচ্চ ২ উইকেট নেন ক্যাথরিন ব্রিস।

জবাব দিতে নেমে ১১ ওভার শেষে ৩ উইকেটের বিনিময়ে ৫২ রান সংগ্রহ করেছে স্কটল্যান্ডের মেয়েরা।

বিশ্বকাপ বাছাইয়ে টানা তিন ম্যাচ জিতে মূল পর্বে খেলার সম্ভাবনা উজ্জ্বল করল নিগার সুলতানার দল। আইসিসি উইমেনস বিশ্বকাপ বাছাইপর্বে টানা তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল বাংলাদেশ। একইসঙ্গে বিশ্বকাপের মূল পর্বে খেলার সম্ভাবনাও উজ্জ্বল করল তারা। বাকি দুই ম্যাচ থেকে ১ পয়েন্ট পেলেই ভারত বিশ্বকাপের টিকেট নিশ্চিত হয়ে যাবে নিগার সুলতানা, ফারজানাদের।

ঢাকা/রিয়াদ/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়