ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নারী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৮, ২০ এপ্রিল ২০২৫   আপডেট: ১৭:০৩, ২০ এপ্রিল ২০২৫
নারী বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান

নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে মূলপর্বে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান নারী ক্রিকেট দল। তবে বড় সাফল্যের পরই তৈরি হয়েছে নতুন এক অনিশ্চয়তা! বিশ্বকাপে ভারতের মাটিতে খেলবে কি পাকিস্তান?

এই প্রশ্নের অবশ্য প্রাথমিক উত্তর দিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভি। শনিবার (১৯ এপ্রিল) লাহোরে এলসিসিএ গ্রাউন্ড পরিদর্শনের সময় তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ভারতের মাটিতে গিয়ে বিশ্বকাপে অংশ নেবে না পাকিস্তানের নারী দল।

আরো পড়ুন:

নকভি বলেছেন, ‘‘যেহেতু চ্যাম্পিয়নস ট্রফির সময় ভারত পাকিস্তানে খেলতে আসেনি এবং তাদের ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয়েছিল, সেক্ষেত্রে আমরাও একই দাবি করছি—নারী বিশ্বকাপের ম্যাচও নিরপেক্ষ মাঠে হতে হবে।’’

এই অবস্থান স্পষ্টভাবে দেখাচ্ছে, ভারত-পাকিস্তান রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েন এবারও ক্রিকেটে প্রভাব ফেলছে। এর আগে পিসিবি প্রস্তাব দিয়েছিল যে ২০২৭ সাল পর্যন্ত আইসিসির সব টুর্নামেন্টে দুই দেশের মধ্যকার ম্যাচ নিরপেক্ষ মাঠে অনুষ্ঠিত হওয়া উচিত।

বিশ্বকাপ আয়োজনের বিকল্প হিসেবে শ্রীলঙ্কা কিংবা সংযুক্ত আরব আমিরাতের নাম উঠে আসছে। ধারণা করা হচ্ছে, পাকিস্তানের ম্যাচগুলো ওই দেশগুলোর কোনো ভেন্যুতে হতে পারে। যদিও এখন পর্যন্ত আইসিসি আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা দেয়নি।

নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু হবে চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। তার আগেই ভেন্যু চূড়ান্ত, আইসিসির অবস্থান ও ভারতের প্রতিক্রিয়া নিয়ে তৈরি হবে আন্তর্জাতিক আলোচনা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়