ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পেহেলগাম হামলার জেরে ভারতে বন্ধ পিএসএল সম্প্রচার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২১, ২৪ এপ্রিল ২০২৫   আপডেট: ২২:৩৮, ২৪ এপ্রিল ২০২৫
পেহেলগাম হামলার জেরে ভারতে বন্ধ পিএসএল সম্প্রচার

কাশ্মীরের পেহেলগামের বৈসরন উপত্যকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার প্রভাব ছড়িয়ে পড়েছে কূটনৈতিক অঙ্গন ছাড়িয়ে ক্রীড়াঙ্গনেও। এই ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২৬ জন পর্যটক। হামলার পর ভারতের অভ্যন্তরে পাকিস্তানবিরোধী মনোভাব আরও তীব্র হয়েছে। যার সরাসরি প্রতিফলন দেখা যাচ্ছে খেলাধুলার অঙ্গনে।

ভারতের জনপ্রিয় ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘ফ্যানকোড’ ঘোষণা দিয়েছে তারা ২০২৫ সালের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর সম্প্রচার ভারতে স্থগিত করেছে। আজ বৃহস্পতিবার (২৪ এপ্রিল) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

আরো পড়ুন:

ফ্যানকোড এক বিবৃতিতে জানায়, “পেহেলগামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার প্রেক্ষিতে এবং জাতীয় আবেগকে সম্মান জানিয়ে আমরা পাকিস্তানভিত্তিক এই প্রতিযোগিতার সম্প্রচার সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি।”

এই সিদ্ধান্তের ফলে পাকিস্তান সুপার লিগের ভারতে সম্প্রচার বন্ধ হয়ে গেল। যা লিগটির আন্তর্জাতিক জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এদিকে বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) পুনর্ব্যক্ত করেছে যে, তারা পাকিস্তানের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না। ফলে দুই দেশের মধ্যে চলমান ক্রীড়াগত দূরত্ব আরও গভীর হলো।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়