মোস্তাফিজকে ‘এ’ দলে পাঠাল বিসিবি
জাতীয় দলে খেলা নেই। ঘরোয়া ক্রিকেটে মোস্তাফিজুর রহমান হয়ে পড়েছিলেন অনিয়মিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ডাক না পাওয়ায় আড়াল হয়ে ছিলেন বাঁহাতি পেসার। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেললেও এর আগে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। তবে সামনে তার ব্যস্ততা বাড়ছে।
নিউ জিল্যান্ড ‘এ’ দল বাংলাদেশ সফরে আসছে। তিনটি ওয়ানডে ও দুইটি চারদিনের ম্যাচ খেলবে অতিথিরা। আগামী বৃহস্পতিবার (০১ মে) তাদের বাংলাদেশে আসার সূচি রয়েছে। তাদের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন মোস্তাফিজ। তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য তাকে নেওয়া হয়েছে। এছাড়া শরিফুল ইসলামকেও রাখা হয়েছে।
জাতীয় দলের আশে-পাশে থাকা ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে ১৫ সদস্যের স্কোয়াড। যেখানে ১৪ জনেরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। মূলত জাতীয় দলের ব্যস্ততার আগে মোস্তাফিজকে সুযোগ করে দিয়েছে বিসিবি। জাতীয় দল পাঁচ টি-টোয়েন্টি খেলতে আগামী মাসে পাকিস্তান যাবে। এর আগে দুটি প্রতিযোগিতামূলক ম্যাচ খেলার সুযোগ হচ্ছে তার।
মোস্তাফিজ ও শরিফুলের সঙ্গে এই দলে আছেন ইবাদত হোসেন চৌধুরী। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকতকেও লম্বা সময় পর ‘এ’ দলে ফেরানো হয়েছে। চলমান ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট-বল হাতে ভালো করে নির্বাচকদের নজরে এসেছেন এই স্পিন বোলিং অলরাউন্ডার।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৫, ৭ ও ১০ মে সিরিজের তিন ওয়ানডে। প্রথম চারদিনের ম্যাচটি ১৪ মে সিলেটে অনুষ্ঠিত হবে। পরের ম্যাচ হবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, ২১ মে থেকে।
বাংলাদেশ ‘এ’ দল:
পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক, মাহিদুল ইসলাম, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন, শামীম হোসেন, তানভির ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও রেজাউর রহমান রাজা।
ঢাকা/ইয়াসিন/আমিনুল