ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খেলা চলাকালিন মারা গেলেন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ২৭ অক্টোবর ২০২৫   আপডেট: ১৭:৩২, ২৭ অক্টোবর ২০২৫
খেলা চলাকালিন মারা গেলেন বরিশাল দলের ফিজিও হাসান আহমেদ

বরিশাল বিভাগীয় ক্রিকেট দলের ফিজিও হাসান আহমেদ আর নেই। ৪৭ বছর বয়সী এই ফিজিও আজ সোমবার (২৭ অক্টোবর) খুলনার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনা ও বরিশাল বিভাগের মধ্যকার ২৭তম জাতীয় ক্রিকেট লিগের ম্যাচের তৃতীয় দিনের খেলা চলাকালিন তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হন।

তার মৃত্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গভীর শোক প্রকাশ করেছে। বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, “আমরা মরহুম হাসান আহমেদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। তিনি দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বরিশাল বিভাগীয় দলের ফিজিও হিসেবে দায়িত্ব পালন করেছেন।”

আরো পড়ুন:

ক্রিকেটের বাইরেও হাসান আহমেদ কাজ করছিলেন বাংলাদেশ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ট্রমা ভিকটিমস (বিআরসিটি)-এ প্রোগ্রাম ম্যানেজার হিসেবে।

তার প্রতি শ্রদ্ধা জানাতে আজ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনুষ্ঠিত প্রথম টি–টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা কালো ব্যাজ পরে খেলবেন এবং খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে।

এ ছাড়া চলমান এনসিএলের চতুর্থ দিনের খেলায় অংশ নেওয়া সব দলও আগামীকাল শ্রদ্ধা জানাবে প্রয়াত হাসান আহমেদকে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়