ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১৪ রানের হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ২৯ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:২৪, ২৯ অক্টোবর ২০২৫
১৪ রানের হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের

:: সংক্ষিপ্ত স্কোর ::
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৯/৯ (২০ ওভারে)
বাংলাদেশ: ১৩৫/৮ (২০ ওভারে)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ১৪ রানে জয়ী
সিরিজ: ওয়েস্ট ইন্ডিজ ২-০ ব্যবধানে এগিয়ে।

১৪ রানের হারে সিরিজ হাতছাড়া বাংলাদেশের
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১৪ রানের হারে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। আজ বুধবার ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। ১৪ রানের দারুণ এক জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিলো সফরকারীরা।

আরো পড়ুন:

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ৪ ওভারে ২২ রানে ৩টি উইকেট নেন। রোমারিও শেফার্ড ৪ ওভারে ২৯ রানে নেন আরও ৩টি উইকেট। আর জ্যাসন হোল্ডার ৪ ওভারে ২০ রান দিয়ে নেন ২টি উইকেট।

জাকের-শামীমের বিদায়ে বিপাকে বাংলাদেশ
১৮তম ওভারের শেষ বলে জাকের আলী (১৭) ও ১৯তম ওভারের প্রথম বলে আউট হন শামীম পাটোয়ারী (১)। তাদের দুজনের বিদায়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। জিততে ১১ বলে প্রয়োজন ২৬ রান। ক্রিজে আছেন তানজিম হাসান সাকিব ও রিশাদ হোসেন।

৬১ রান করে ফিরলেন তানজিদ
একপ্রান্ত আগলে লড়াই করা তানজিদ অবশেষে আউট হলেন। রোমারিও শেফার্ডের করা ১৮তম ওভারের প্রথম বলে মারতে গিয়ে ব্রান্ডন কিংয়ের হাতে ধরা পড়েন তিনি। ৪৮ বলে ৩টি চার ও ৩ ছক্কায় ৬১ রান করেন তিনি। জিততে ১৭ বলে প্রয়োজন ৩৩ রান।

তানজিদের নবম ফিফটিতে শতরান পেরিয়ে বাংলাদেশ
তানজিদ হাসান তামিম তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নিয়েছেন। তার ৩৯ বলে ২টি চার ও ৩ ছক্কায় করা ৫১ রানের ইনিংসে ভর করে বাংলাদেশ ১৫ ওভারে শতরান পেরিয়েছে।

১২ রান করে ফিরলেন হৃদয়
দলীয় ৮৫ রানের মাথায় ব্যক্তিগত ১২ রানে ফিরলেন তাওহিদ হৃদয়। রোমারিও শেফার্ডের বলে জেডেন সিলসের হাতে ক্যাচ দিয়ে আউট হন হৃদয়। ১৪ বলে ১ চারে ১২ রান আসে তার ব্যাট থেকে। হাফ সেঞ্চুরির অপেক্ষায় থাকা তানজিদের সঙ্গে যোগ দিয়েছেন জাকের আলী।

১০ ওভারে ২ উইকেটে ৬৫ রান তুলল বাংলাদেশ
১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৫ রান তুলেছে বাংলাদেশ। জিততে ১০ ওভারে আরও ৮৫ রান তুলতে হবে। তানজিদ ৩১ ও হৃদয় ৫ রানে ব্যাট করছেন।

ফিরলেন লিটন
১৭ বলে ৪টি চারে ২৩ রান করে আউট হয়েছেন লিটন দাস। তাকে ফিরিয়েছেন আকিল হোসেন। তার বলে বোল্ড হয়ে যান তিনি।

পাওয়ার প্লে’তে ১ উইকেটে ৩৭ রান তুলল বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেওয়া ১৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে পাওয়ার প্লে’তে ১ উইকেট হারিয়ে ৩৭ রান তুলেছে বাংলাদেশ। চতুর্থ ওভারের পঞ্চম বলে ১১ বলে ৫ রান করে হোল্ডারের শিকার হয়ে সাজঘরে ফিরেছেন সাইফ হাসান। এরপর লিটন কুমার দাস ও তানজিদ হাসান মিলে টানছেন বাংলাদেশের দলীয় সংগ্রহকে। লিটন ২১ ও তানজিদ ১০ রানে ব্যাট করছেন।

বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ
প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে আজ বুধবার রাতে বাংলাদেশকে ১৫০ রানের টার্গেট দিয়েছে। টস জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে তারা ১৪৯ রান সংগ্রহ করেছে। জিততে বাংলাদেশকে করতে হবে ১৫০ রান।

ব্যাট হাতে ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ সর্বোচ্চ ৫৫, অ্যালিক অ্যাথানেজ ৫২, রোস্টন চেজ ১৭ ও রোমারিও শেফার্ড করেন ১৩ রান।

বল হাতে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২১ রানে ৩টি উইকেট নেন। রিশাদ হোসেন ৩ ওভারে ২০ রানে ২টি ও নাসুম আহমেদ ৪ ওভারে ৩৫ রানে নেন ২টি উইকেট।

এবার মোস্তাফিজের জোড়া আঘাত
২০তম ওভারে এসে দারুণ বোলিং করেন মোস্তাফিজুর রহমান। তিনি মাত্র ৫ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট। এছাড়া শেষ বলে একটি রান আউটও হয়।
প্রথম বলে রোমারিও শেফার্ড তাকে উড়িয়ে মারতে গিয়ে ডিপ পয়েন্ট নিয়ে উড়িয়ে মারতে গিয়ে জাকের আলীর হাতে ধরা পড়েন। ১৬ বলে ১ চারে ১৩ রান করেন তিনি। পরের বলেই খারি পিয়েরেকে বোল্ড করেন তিনি। আর শেষ বলে রান নিতে গিয়ে আউট হন আকিল হোসেন।

রিশাদ ফেরালেন পাওয়েল-হোল্ডারকে
পনেরোতম ওভারে এসে জোড়া উইকেট নিলেন রিশাদ হোসেন। প্রথম বলে তিনি বোল্ড করেন রোভম্যান পাওয়েলকে (৩)। এরপর চতুর্থ বলে বাউন্ডারি লাইনের সামনে তার তাওহিদ হৃদয়ের তালুবন্দি করান জ্যাসন হোল্ডারকে (৪)।

নাসুমের জোড়া আঘাতের পর মোস্তাফিজের শিকার হোপ, বাংলাদেশ শিবেরে স্বস্তি:
ত্রয়োদশ ওভারের পঞ্চম বলে আরও একটি উইকেট নিল বাংলাদেশ। এবার মোস্তাফিজের বলে পয়েন্টে শামীম হোসেনের হাতে ক্যাচ দিয়ে আউট হন শেই হোপ। যাওয়ার আগে ৩৬ বলে ৩টি চার ও ৩ ছক্কায় ৫৫ রানের ইনিংস খেলে যান। পাওয়েলের সঙ্গে যোগ দিয়েছেন জ্যাসন হোল্ডার।

নাসুমের জোড়া উইকেট শিকার
বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হয়ে খেলছিলেন অ্যালিক অ্যাথানেজ ও শেই হোপ। তাদের ফেরানোর যেন কোনো উত্তর জানা ছিল না বাংলাদেশের। অবশেষে ব্রেকথ্রু এনে দিলেন নাসুম আহমেদ। তার করা দ্বাদশ ওভারের দ্বিতীয় বলে অ্যাথানেজ বোল্ড হন ৩৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫২ রান করে। পরের বলে শেরফেন রাদারফোর্ডকে ফেরার গোল্ডেন ডাকের স্বাদ দিয়ে। ১ উইকেটে ১০৬ থেকে ওয়েস্ট ইন্ডিজের রান হয়ে গেল ৩ উইকেটে ১০৬!

১০ ওভারে ১ উইকেটে ৯৪ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ

১ রানেই প্রথম উইকেট হারানোর পর ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যালিক অ্যাথানেজ ও শেই হোপ মিলে দলীয় সংগ্রহে যোগ করেছেন মহামূল্যবান ৯৩ রান। তাতে ১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান দাঁড়িয়েছে ১ উইকেটে ৯৪। অ্যাথানেজ ৩০ বলে ৫টি চার ও ৩ ছক্কায় ৫০ রানে ও হোপ ২৬ বলে ৩টি চার ও ২ ছক্কায় ৪১ রানে অপরাজিত আছেন।

পাওয়ার প্লে’তে ১ উইকেটে ৫০ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ
১.৩ ওভারে ১ রানেই উইকেট হারিয়েছিল ক্যারিবিয়ানরা। এরপর শেই হোপ ও অ্যালিক অ্যাথানেজ চড়াও হন বাংলাদেশের বোলারদের ওপর। পরের ৪.৩ ওভারে কোনো উইকেট না হারিয়ে দলীয় সংগ্রহে আরও ৪৯ রান যোগ করেছেন হোপ ও অ্যাথানেজ। তাদের দুজনের ব্যাটে ভর করে পাওয়ার প্লে’র ৬ ওভারে সফরকারীরা ১ উইকেট হারিয়ে তুলেছে ৫০ রান।

শুরুতেই ওয়েস্ট ইন্ডিজ শিবিরে তাসকিনের আঘাত
টস জিতে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ শিবিরে শুরুতেই আঘাত হেনেছেন তাসকিন আহমেদ। দলীয় ১ রানে দ্বিতীয় ওভারের তৃতীয় বলেই তিনি তুলে নিয়েছেন ব্রেন্ডন কিংয়ের উইকেট। তার বলে মারতে গিয়ে মিড অফে তাওহীদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে আউট হন কিং। ৪ বল খেলে ১ রান আসে তার ব্যাট থেকে। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন অধিনায়ক শেই হোপ।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে এক পরিবর্তন:

আজ বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ইতোমধ্যে টস হয়েছে। আজও টস জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শেই হোপ। তিনি অবশ্য আজও আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ।

বাংলাদেশ আজ তাদের একাদশে একটি পরিবর্তন এনেছে। নুরুল হাসান সোহানের জায়গায় একাদশে এসেছেন জাকের আলী অনিক। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।

টসের পর শেই হোপ বলেছেন, ‘‘আমরা আগের ম্যাচের মতোই সিদ্ধান্ত নিচ্ছি। আগে ব্যাট করব। স্কোরবোর্ডে রান তুলতে পারাটা সবসময়ই ইতিবাচক বিষয়। উইকেটটা আগের ম্যাচের চেয়ে কিছুটা শুকনো মনে হচ্ছে।’’

প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং করার বিষয়ে তিনি বলেন, ‘‘মূলত একটা নিখুঁত পরিকল্পনা কাজ করেছিল। প্রথম ম্যাচে সেটি ছিল দুর্দান্ত একটি টেমপ্লেট। এবার সেটার সঙ্গে কিছু ছোটখাটো পরিবর্তন আনলেই চলবে। ছেলেরা যদি সেটা অনুসরণ করতে পারে, তাহলে আমরা ভালো স্কোর তুলতে পারব। আশা করছি আগের চেয়ে অন্তত ২০ রান বেশি হবে। একাদশে কোনো পরিবর্তন নেই।’’

টসের পর লিটন দাস বলেছেন, ‘‘শেষ কয়েকটা সিরিজে আমাদের বোলাররা দারুণ কাজ করেছে। এবার ব্যাটসম্যানদেরও এগিয়ে আসতে হবে। উইকেটটা বেশ ভালো মনে হচ্ছে, আর দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব থাকবে। সেক্ষেত্রে ১৮০ রানই হবে ভালো স্কোর। বড় লক্ষ্য তাড়া করতে হলে ভালো পরিকল্পনা লাগবে। বিশেষ করে প্রতিপক্ষ যদি শক্তিশালী হয়। আমাদের টপ অর্ডারের চারজন ব্যাটারকে কমপক্ষে ১৫ ওভার পর্যন্ত টিকে থাকতে হবে। তাহলে পরের কাজটা অনেক সহজ হয়ে যাবে।’’

‘‘একাদশে একটি পরিবর্তন আছে। নুরুল হাসানের জায়গায় দলে এসেছেন জাকের আলি।’’ যোগ করেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ:
ব্র্যান্ডন কিং, আলিক আতানাজে, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), রোস্টন চেজ, শেরফেন রাদারফোর্ড,  রোভম্যান পাওয়েল, জেসন হোল্ডার, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, খারি পিয়েরে ও জেডন সিলস।

বাংলাদেশের একাদশ:
লিটন দাস (অধিনায়ক ও উইকেটকিপার), তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, জাকের আলি, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়