ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ২৯ অক্টোবর ২০২৫   আপডেট: ২২:৩৪, ২৯ অক্টোবর ২০২৫
ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবার ফাইনালে দক্ষিণ আফ্রিকা

নারীদের ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ বুধবার (২৯ অক্টোবর) রাতে ইংল্যান্ডের মেয়েদের ১২৫ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথমবার ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

গৌহাটিতে দক্ষিণ আফ্রিকা আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩১৯ রান সংগ্রহ করে। জবাবে ৪২.৩ ওভারে ১৯৪ রানে অলআউট হয় ইংলিশ মেয়েরা।

আরো পড়ুন:

দক্ষিণ আফ্রিকাকে ফাইনালে তুলতে আজ কাণ্ডারির ভূমিকা পালন করেন অধিনায়ক লরা উলভার্ট। একপ্রান্তে আগলে তিনি ৪৮ ওভার পর্যন্ত ব্যাটিং করেন। ১৪৩ বল মোকাবিলা করে ২০টি চার ও ৪ ছক্কায় খেলেন ১৬৯ রানের রেকর্ড ইনিংস। যা নারীদের ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে নকআউট পর্বে সর্বোচ্চ রানের ইনিংস। এছাড়া তাজমিন ব্রিটস ৪৫, মারিজানে কাপ ৪২ ও টাইরন অপরাজিত ৩৩ রানের ইনিংস খেলেন। তাতে ৭ উইকেট হারিয়ে ৩১৯ পর্যন্ত যেতে পারে প্রোটিয়া মেয়েরা।

বল হাতে ইংল্যান্ডের সোফি একলেস্টোন ১০ ওভারে ১ মেডেনসহ ৪৪ রানে ৪টি উইকেট নেন। লরেন বেল ১০ ওভারে ৫৫ রান দিয়ে নেন ২টি উইকেট।

রান তারা করতে নেমে ইংলিশ মেয়েরা শূন্যরানে দুই উইকেট ও ১ রানে হারায় ৩ উইকেট। অ্যামি জোনস ০, হিদার নাইট ০ ও ট্যামি বিউমন্ট শূন্যরানে সাজঘরে ফেরেন।

সেখান থেকে ন্যাট-সিভার ব্রান্ট, অ্যালিস ক্যাপসি ও ড্যানি ওয়েট-হজের ব্যাটে কিছুটা প্রতিরোধ গড়ে ইংল্যান্ড। কিন্তু ক্যাপসি ৫০, ন্যাট-সিভার ৬৪ ও হজ ৩৪ রান করে ফিরলে হারটা সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। শেষদিকে লিনসে স্মিথ ২৭ রানের ইনিংস খেলে হারের ব্যবধান কমান। বাকিদের কেউ অবশ্য ছুঁতে পারেনি দুই অঙ্কের কোটা।

বল হাতে দক্ষিণ আফ্রিকার সেরা ছিলেন মারিজানে কাপ। তিনি ৭ ওভারে ৩ মেডেনসহ ২০ রান দিয়ে ৫টি উইকেট তুলে নেন। নাদিনে  ডি ক্লার্ক ৫.৩ ওভারে ২৪ রানে নেন ২টি উইকেট। ১৬৯ রানের অনবদ্য ঐতিহাসিক ইনিংস খেলে ম্যাচসেরা হন লরা।

রোববার (০২ নভেম্বর) ফাইনালে অস্ট্রেলিয়া কিংবা ভারতের নারী দলের মুখোমুখি হবে প্রোটিয়া মেয়েরা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়