শক্তভাবে ঘুরে দাঁড়ানোর আশা লিটনের
ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম থেকে || রাইজিংবিডি.কম
টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে অধিনায়ক লিটন দাস বড় কিছুর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ব্যাটিংয়ে ব্যর্থতার মোড়কে আটকে থাকা বাংলাদেশ আজও পারেননি বের হয়ে আসতে। সবকটি উইকেট হারিয়ে স্কোরবোর্ডে পুঁজি মাত্র ১৫১ রান। দলের মাত্র দুই ব্যাটসম্যান যেতে পেরেছেন দুই অঙ্কের ঘরে। বাকিরা অসা-যাওয়ার মিছিলে। অথচ একই উইকেটে ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানরা ছিলেন ছন্দে। শট খেলায় কোনো জড়তা ছিল না তাদের। স্বাভাবিক টাইমিং মিলিয়ে সতেজ শটে অনায়েসে রান তুলে ১৭ বল আগে লক্ষ্যে পৌঁছে যায়। কেন এমনটা হলো? পরাজয়ের কারণ কী?
অধিনায়ক লিটন পুরস্কার বিতরণী মঞ্চে জানালেন, শিশিরের কারণে সমস্যা হয়েছে বোলারের। হারের দায় শিশিরকে দিয়েছেন তিনি। লিটনের ভাষ্য, ‘‘আমার মনে হয় মাঝে মাঝে কিছু কিছু বিষয় নিয়ন্ত্রণ করা যায় না। যখন তারা ব্যাট করেছে, তখন শিশির বেশি পড়েছে। তারা ভাগ্যবান ছিল যে পরে ব্যাটিং করতে পেরেছিল। যা আমরা খেলার আগে বিচার করতে পারি না বা আমাদের নিয়ন্ত্রণেও থাকে না।’’
লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও ধীর গতির হয়েছিল। প্রথম ৩ ওভারে ১ উইকেট হারিয়ে রান তুলেছিল কেবল ৬। কিন্তু উইকেট ঠিকমতো বুঝে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তারা খোলস থেকে বেরিয়ে আসেন। শুরুটা করেন আমির জাঙ্গু। পরে রোস্টন চেজ ও আকিম আগাস্তে বিধ্বংসী ব্যাটিংয়ে বাংলাদেশকে নাড়িয়ে দেন। চতুর্থ উইকেটে চেজ ও আগাস্তে ৪৬ বলে ৯১ রানের জুটি গড়েন। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে ৫ উইকেটে হেরে বাংলাদেশ কঠিন লজ্জাই পেয়েছে।
নিজেদের দায় এড়িয়ে প্রতিপক্ষকে বাহবা দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক, ‘‘পুরো সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দারুণ ব্যাটিং ও বোলিং করেছে। সিরিজের আগে আমরা কঠিন সময়ের মুখোমুখি হতে চেয়েছিলাম। তারা আমাদেরকে কঠিন সময়ই দিয়েছে। আশা করছি আমরা শক্তভাবে ফিরে আসবো এবং সেরা খেলাটা খেলে এগিয়ে যাবো।’’
ঢাকা/ইয়াসিন/আমিনুল