ঢাকা     শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ১৯ ১৪৩১

ফুটবল ক্যাম্প থেকে বাদ আরো চারজন খেলোয়াড়

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:৫২, ১৬ জুলাই ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
ফুটবল ক্যাম্প থেকে বাদ আরো চারজন খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক
ঢাকা, ১৬ জুলাই  : আগামী সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠিত হবে সাফ ফুটবল। এর আগে ২২ জুলাই থাইল্যান্ড সফরে যাবে জাতীয় ফুটবল দল।
 
সফরের আগে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন হেড কোচ লোডভিক ডি ক্রুইফ। এরই মধ্যে ৩০ সদস্যের প্রাথমিক দল পরিণত হয়েছে ২৬ জন এ।
 
সোমবার অনুশীলন শেষে সাময়িক ভাবে অব্যাহতি দেয়া হয়েছে চার খেলোয়াড়কে ।
 
এরা হলেন অরূপ কুমার বৈদ্য, ইউসুফ সিফাত, নাহিদুল ইসলাম নাহিদ এবং তপু বর্মন।
এই চার জন সম্পর্কে ডি ক্রুইফ বলেন, “বাদ পড়লেও তারা সবাই ভালো ফুটবলার। তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যত।”
বাদ পড়া সিফাত বলেন, “প্রথম বারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়ে ভালো খেলার চেষ্টা করেছি। সামনে ঘরোয়া ফুটবল। সেখানে ভালো খেলে কোচের মন জয় করতে চাই।”

রাইজিংবিডি/ ইএইচ

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়