ঢাকা     রোববার   ০৫ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারছেন না হেরাথ!

আমিনুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩৮, ১ মার্চ ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারছেন না হেরাথ!

মাঠ ছাড়েছেন রঙ্গনা হেরাথ

ক্রীড়া ডেস্ক : আগামী রোববার স্বাগতিক অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। তবে এই ম্যাচে তারকা স্পিনার রঙ্গনা হেরাথকে দলে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

 

ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে তিনি আঙ্গুলের ইনজুরিতে পড়েছেন।হেরাথের বাম হাতের আঙ্গুলে চারটি শেলাই দেওয়া হয়েছে। তার আঙ্গুলের হাড়ের কোনো ক্ষতি হয়েছে কিনা সেটা জানতে এক্স-রে করানো হবে।

 

এ বিষয়ে টিম ম্যানেজার মাইকেল ডি জয়সা বলেন, ‘ডাক্তার জানিয়েছেন হেরাথ ৮-১০ দিনের জন্য খেলতে পারবে না। তবে তার ইনজুরি খুব মারাত্মক নয়। তার হাতের যেখানে চিড় ধরেছে পরবর্তী ম্যাচে সে বল করলে সেটা তার ইনজুরির ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। আর সে কারণেই তাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দলে রাখা যাচ্ছে না।’

 

ইংল্যান্ডের বিপক্ষে বল করার সময় জস রাটলারের একটি রিটার্ন ক্যাচ ধরতে গিয়ে আঙ্গুলে ব্যাথা পান হেরাথ। এরপর তিনি মাঠ ছাড়েন।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/১ মার্চ ২০১৫/আমিনুল/নেছার

রাইজিংবিডি.কম


সর্বশেষ

পাঠকপ্রিয়